উত্তর আমেরিকা
বিদেশে এখন
0

বিতর্ক নিয়ে ট্রাম্পের প্রস্তাব নাকচ করেছেন কামালা হ্যারিস

প্রেসিডেন্ট বিতর্ক নিয়ে ট্রাম্পের প্রস্তাব নাকচ করে দিয়েছেন ডেমোক্র্যাট দলীয় প্রার্থী কামালা হ্যারিস। বিতর্কের সময়, স্থান ও সম্প্রচারমাধ্যম নিয়ে বেঁকে বসেছে দুই পক্ষ। বাইডেন সরে যাওয়ায় এবিসি নিউজের পূর্বনির্ধারিত বিতর্ক অনুষ্ঠান বাতিল করে ফক্স নিউজের বিতর্কে অংশ নিতে কামালাকে আহ্বান জানিয়েছেন ট্রাম্প। যদিও কামালা চান পূর্ব নির্ধারিত তারিখেই অনুষ্ঠিত হোক এবিসি নিউজের বিতর্ক।

আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন সামনে রেখে কামালা হ্যারিস ও ডোনাল্ড ট্রাম্পের মধ্যে কথার লড়াই যেন থামছেই না। নির্বাচনী প্রচারণায় একে অপরকে নানাভাবে কটাক্ষ করছেন দুই প্রেসিডেন্ট পদপ্রার্থী। কামালা হ্যারিস ভারতীয় নাকি কৃষ্ণাঙ্গ তা নিয়ে প্রশ্ন তোলেন রিপাবলিকান প্রার্থী ট্রাম্প। কামালাও ছেড়ে কথা বলেননি। ট্রাম্পকে প্রতারক ও অপরাধী বলে আখ্যা দিয়েছেন ডেমোক্র্যাট দলীয় এই প্রার্থী।

কথার লড়াইয়ে কেউ কাউকে ছাড় না দিলেও দুই প্রার্থীর কেউই এখনো পর্যন্ত সরাসরি কোনো টেলিভিশন বিতর্কে অংশ নেননি। গেল ২১ জুলাই বাইডেন সরে দাঁড়ানোর পর কামালা হ্যারিসের সঙ্গে বিতর্কে যেতে রাজি ছিলেন না ট্রাম্প। তার যুক্তি ছিল কামালা আনুষ্ঠানিকভাবে মনোনয়ন পেলে ভেবে দেখবেন।

অবশেষে গেলো শুক্রবার কামালা ডেমোক্র্যাট দল থেকে মনোনয়ন পেয়ে ট্রাম্পের প্রতিদ্বন্দ্বী নির্বাচিত হন। পরবর্তীতে গেল শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রাম্প জানান, আগামী ৪ সেপ্টেম্বর ফক্স নিউজ চ্যানেলে কামালার সঙ্গে বিতর্কে অংশ নিতে চান তিনি।

যদিও এবিসি নিউজের প্রেসিডেন্ট বিতর্কের পূর্বনির্ধারিত তারিখ ছিল ১০ সেপ্টেম্বর। ট্রাম্প বলছেন বাইডেনের সময়ে করা ওই শিডিউল বাতিল হয়ে গেছে। এখন নতুন প্রার্থী এসেছে। তাই বিতর্কের আয়োজনও নতুনভাবে হবে। তবে নিয়মকানুনে কোনো পরিবর্তন আসবে না। দর্শকের উপস্থিতিতেই হবে বিতর্ক।

তবে ট্রাম্পের এমন প্রস্তাবে রাজি নয় কামালা হ্যারিস। আগের নির্ধারিত তারিখেই এবিসি নিউজের বিতর্কে অংশ নিতে চান তিনি। ডেমোক্র্যাটদের অভিযোগ, ট্রাম্প ভয় পাচ্ছেন। তাই এই বিতর্কে অংশ নেয়া নিয়ে নানা ধরনের অযুহাত দিচ্ছেন তিনি। ১০ সেপ্টেম্বরের পূর্ব নির্ধারিত বিতর্কের বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কামালা বলেন, এজন্য একটি নির্দিষ্ট সময় ও জায়গা প্রয়োজন। কেবল ট্রাম্প এতে অংশ নিতে রাজি হলেই এ বিষয়ে বিবেচনা করবে তার দল।

সম্প্রতি আটলান্টায় নির্বাচনী প্রচারে ট্রাম্পকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন কামালা। আসন্ন নির্বাচনে ট্রাম্প তার কাছে পাত্তা পাবেন না বলেও দাবি করেন তিনি। বলেন, সাহস থাকলে ট্রাম্প যেন তার সামনে এসে সমালোচনা করেন।

কামালা হ্যারিস বলেন, 'ট্রাম্প ও তার রানিং ম্যাটের আমার সম্পর্কে অনেক কিছু বলার আছে। আশা করি তারা যা বলার আমাকে সরাসরি বলবে। ট্রাম্পের যদি কিছু বলার থাকে তাহলে আমার সামনে এসে বলুক।'

এদিকে আসন্ন নির্বাচনে ট্রাম্পের জয় নিয়ে আশাবাদী রিপাবলিকান শিবির। প্রথম বিতর্কের মতো এবারও ডেমোক্র্যাটরা ধরাশায়ী হবে বলেও বিশ্বাস তাদের। তাদের মতে ট্রাম্পের যুক্তি খণ্ডানোর সক্ষমতা নেই ডেমোক্র্যাটদের।

এদিকে মুখোমুখি বিতর্কে জয়ের ব্যাপারে রিপাবলিকান শিবির আশাবাদী হলেও এখন পর্যন্ত বিভিন্ন জনমত জরিপে, রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের চেয়ে অনেকটাই এগিয়ে আছেন ডেমোক্র্যাট প্রার্থী কামালা হ্যারিস। শুধু তাই নয়, গেল মাসে ট্রাম্পের চেয়ে প্রায় দ্বিগুণ তহবিল সংগ্রহ করেছেন তিনি।

tech