উত্তর আমেরিকা
বিদেশে এখন
0

নিয়ন্ত্রণে আসছে না কানাডা ও যুক্তরাষ্ট্রের দাবানল

দাবানলে পুড়ছে কানাডার দক্ষিণ ও যুক্তরাষ্ট্রের পশ্চিমাঞ্চল। দমকলকর্মীদের সর্বোচ্চ চেষ্টার পরেও নিয়ন্ত্রণে আসছে না পরিস্থিতি।

এদিকে, যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া, ওরেগস, ওয়াশিংটনসহ বেশ কয়েকটি অঙ্গরাজ্যে দাবানল সক্রিয় ১১০টি স্থানে। ন্যাশনাল ইন্টার এজেন্সি ফায়ার সেন্টারের তথ্যমতে, ইতোমধ্যেই পুড়ে ছাই হয়ে গেছে দেশটির ৭ হাজার বর্গ কিলোমিটারের বেশি এলাকা।

বাতাসের বেগের সঙ্গে আশেপাশের এলাকায় ছড়িয়ে পড়ছে দাবানল। ওরেগন অঙ্গরাজ্যে আগুন নেভাতে গিয়ে বিধ্বস্ত হয়েছে ট্যাংকার উড়োজাহাজ। এতে নিহত হয়েছেন উড়োজাহাজের পাইলট।

এদিকে কানাডার আলবার্টায় দাবানলে পুড়ে ছাই পশ্চিমের শহর জ্যাসপারের অর্ধেকের বেশি স্থাপনা। দাবানল সক্রিয় রয়েছে আলবার্টার ১৬৬টি স্থানে।