উত্তর আমেরিকা
বিদেশে এখন
0

চীনের প্রভাব ঠেকাতে ভারতের সঙ্গে মিত্রতা বাড়াতে চায় যুক্তরাষ্ট্র

চীনের প্রভাব ঠেকাতে ভারতের সঙ্গে মিত্রতা জোরদার করতে চায় যুক্তরাষ্ট্র। আর এ লক্ষ্যে মার্কিন পার্লামেন্টের উচ্চকক্ষ সিনেটে তোলা হয়েছে পাকিস্তানবিরোধী বিল।

গতকাল (শুক্রবার, ২৬ জুলাই) বিলটি উপস্থাপন করেন রিপাবলিকান সিনেটর মার্কো রুবিও। এতে ভারতের প্রতি হুমকি হিসেবে পাকিস্তানের জন্য মার্কিন নিরাপত্তা সহযোগিতা স্থগিতের প্রস্তাব দেয়া হয়।

ইসরাইল, জাপান, দক্ষিণ কোরিয়া ও উত্তর আটলান্টিক প্রতিরক্ষা জোট ন্যাটোর মতো মিত্রদের সমান মর্যাদা ভারতকে দেয়ার প্রস্তাবও দেন সিনেটর রুবিও।

বিলটি অনুমোদন পেলে রাশিয়ার কাছ থেকে সামরিক সরঞ্জাম কেনায় মার্কিন নিষেধাজ্ঞার মুখে পড়তে হবে না ভারতীয় সেনাবাহিনীকে।

এভিএস

এই সম্পর্কিত অন্যান্য খবর