উত্তর আমেরিকা
বিদেশে এখন
0

কানাডায় বন্যা; বিদ্যুৎবিচ্ছিন্ন প্রায় ২ লাখ গ্রাহক

তিনটি প্রবল ঝড়ের জেরে রেকর্ড বৃষ্টির পর কানাডার টরন্টোর কিছু অংশ প্লাবিত হয়েছে। বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছেন প্রায় পৌনে ২ লাখ গ্রাহক। একইসঙ্গে ফ্লাইট চলাচলও ব্যাহত হয়েছে।

দেশটির আবহাওয়া দপ্তর জানিয়েছে, মঙ্গলবার (১৬ জুলাই) টরন্টোতে প্রায় ১০০ মিমি বৃষ্টিপাত হয়েছে। যা ১৯৪১ সালে এই শহরের দৈনিক বৃষ্টিপাতের রেকর্ডকে ছাড়িয়ে গেছে।

টরন্টো এবং অঞ্চল সংরক্ষণ কর্তৃপক্ষ সতর্ক করেছে যে, শহরের উপকূল, নদী এবং স্রোতের কাছাকাছি অঞ্চলগুলোতে বন্যার প্রবণতা রয়েছে। এরইমধ্যে দুর্যোগের কবলে পরা এলাকা থেকে অন্তত ১৪ জনকে উদ্ধার করেছে, যার মধ্যে একজন ব্যক্তি তার গাড়ির ছাদ থেকে ছিটকে পড়েছিলেন।

টরন্টোতে এক ডজনেরও বেশি নদী রয়েছে, যার ফলে সেখানকার পানির স্তর বৃদ্ধির ঝুঁকি আছে বলে সতর্ক করেছে কর্তৃপক্ষ। এছাড়া রাস্তা-ঘাট থেকে বন্যার পানি কমাতে চলছে পানি নিষ্কাশন কাজ।

এসএস

এই সম্পর্কিত অন্যান্য খবর