উত্তর আমেরিকা
বিদেশে এখন
0

যুক্তরাষ্ট্রে তাপপ্রবাহের ফলে ছড়িয়ে পড়ছে দাবানল

তাপপ্রবাহের কারণে যুক্তরাষ্ট্রের পশ্চিমাঞ্চলীয় রাজ্যগুলোতে এরইমধ্যে ছড়িয়ে পড়েছে দাবানল। এতে শুক্রবার (৫ জুলাই) থেকে এখন পর্যন্ত ক্যালিফোর্নিয়ায় অন্তত ১৩ হাজার একরের বেশি জমি পুড়ে গেছে।

সান্তা বারবারা কাউন্টির কিছু অংশের বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেয়ার নির্দেশ দেয়া হয়েছে। দীর্ঘস্থায়ী তাপপ্রবাহের ঝুঁকিতে রয়েছে ১৩ কোটির বেশি মানুষ। এরমধ্যে শুধু ক্যালিফোর্নিয়াতেই অত্যধিক তাপ সতর্কতার অধীনে সাড়ে ৩ কোটির বেশি মানুষ। যেখানে এই মুহূর্তে স্বাভাবিকের থেকে তাপমাত্রা ২০ ডিগ্রি বেশি বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

এদিকে শনিবার (৬ জুলাই) ক্যালিফোর্নিয়া-নেভাদা সীমান্ত বরাবর ডেথ ভ্যালিতে তাপমাত্রার পারদ ছুঁয়েছে ৫৩ ডিগ্রি সেলসিয়াস। যা ১৭ বছরের রেকর্ড ভেঙেছে। একই দিন সান ফ্রান্সিসকোতে তাপমাত্রা ছিল ৪৭ ডিগ্রি সেলসিয়াস।

ওয়াশিংটন রাজ্য, ওরেগন, ক্যালিফোর্নিয়া, উত্তর অ্যারিজোনা এবং কেন্দ্রীয় আইডাহোতে আগামী শুক্রবারের (১২ জুলাই) মধ্যে তাপমাত্রা ৫৪ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যাওয়ার পূর্বাভাস দেয়া হয়েছে।

এসএস