অস্কারে ওপেনহাইমারের জয়জয়কার, একনজরে বিজয়ীদের তালিকা

উত্তর আমেরিকা
বিদেশে এখন
0

অস্কারের ৯৬তম আসরে ওপেনহাইমার সিনেমার জয়জয়কার। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পটভূমিতে তৈরি ছবিটিই জিতেছে সেরা সিনেমার পুরস্কার। ওপেনহাইমার থেকেই হয়েছেন সেরা অভিনেতা, সেরা সহ-অভিনেতা ও সেরা নির্মাতা। পুওর থিংস ছবিতে অভিনয় করা এমা স্টোনের হাতে উঠেছে সেরা অভিনেত্রীর পুরস্কার।

অস্কারের ৯৬তম আসরে সেরা ছবির ক্যাটাগরি ঘিরে ছিল বাড়তি কৌতুহল। কারণ এ তালিকায় মনোনয়ন পেয়েছিলো ওপেনহাইমার, আমেরিকান ফিকশন, বার্বিসহ সেরা সেরা সিনেমা। তবে বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে জমকালো আসরে সেরা সিনেমার পুরস্কার পেল 'ওপেনহাইমার'।

'পারমাণবিক বোমার জনক' জে রবার্ট 'ওপেনহাইমারকে নিয়ে তৈরি এই ছবিটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পটভূমি নিয়ে। এবারের অস্কারে বলতে গেলে বাজিমাত করেছে ওপেনহাইমার। কারণ শুধু সেরা সিনেমার পুরস্কারই পায়নি, চলচ্চিত্রটি নির্মাণের জন্য সেরা নির্মাতার পুরস্কার পেয়েছেন ক্রিস্টোফার নোলান। এটি নোলানের প্রথম অস্কার জয়।

ওপেনহাইমার সিনেমায় অভিনয়ের জন্য সেরা অভিনেতার পুরস্কার উঠেছে কিলিয়ান মারফির হাতে। এটি তার প্রথম অস্কার এবং তিনিই প্রথম আইরিশ অভিনেতা যিনি এই পুরস্কার জিতেছেন। সেরা ছবি, সেরা নির্মাতা এবং সেরা অভিনেতার মতোই সেরা সিনেমাটোগ্রাফি পুরস্কারটিও অর্জন করলেন 'ওপেনহেইমার' খ্যাত সিনেমাটোগ্রাফার হোয়েতে ভ্যান হোয়েতেমা।

সেরা অভিনেত্রীর পুরস্কার উঠেছে এমা স্টোনের হাতে। 'পুওর থিংস' ছবির জন্য এই পুরস্কার জিতেছেন তিনি। এটি তার দ্বিতীয় অস্কার। সিনেমাটিতে একজন ব্রিটিশ নারীর চরিত্রে অভিনয় করেছেন এমা।

'ওপেনহাইমার' ছবিতে অভিনয়ের জন্য সেরা সহ-অভিনেতার পুরস্কার উঠেছে রবার্ট ডাউনি জুনিয়রের হাতে। আর 'দ্য হোল্ডওভার' সিনেমার জন্য সেরা সহ-অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন ডা'ভাইন জয় র‍্যান্ডলফ।

এবারের আসরে শ্রেষ্ঠ পূর্ণদৈর্ঘ্য প্রামাণ্যচিত্র বিভাগে অস্কার জিতে নিল ইউক্রেন যুদ্ধের উপর নির্মিত মাস্তিসলাভ চেরনভের 'টোয়েন্টি ডেজ ইন মারিওপোল'। সেরা আন্তর্জাতিক ফিচার ফিল্ম হয়েছে ব্রিটিশ পরিচালক জোনাথন গ্লেজারের 'দ্য জোন অব ইন্টারেস্ট' সিনেমাটি। আমেরিকার ডলবি থিয়েটারে বসেছিল এবারের আসর।

অস্কারের এবারের আসরের বিজয়ীরা...

সেরা ছবি: ওপেনহাইমার

সেরা নির্মাতা: ক্রিস্টোফার নোলান (ওপেনহাইমার)

সেরা অভিনেতা: কিলিয়ান মারফি (ওপেনহাইমার)

সেরা অভিনেত্রী: এমা স্টোন (পুওর থিংস)

সেরা সহ-অভিনেতা: রবার্ট ডাউনি জুনিয়র (ওপেনহাইমার)

সেরা সহ-অভিনেত্রী: ডা’ভাইন জয় র‍্যান্ডলফ (দ্য হোল্ডওভার)

অ্যাডাপটেড স্ক্রিনপ্লে: আমেরিকান ফিকশন

অরিজিনাল স্ক্রিনপ্লে: অ্যানাটমি অব আ ফল

সেরা অ্যানিমেটেড ফিচার ফিল্ম: দ্য বয় অ্যান্ড দ্য হেরন

সেরা অ্যানিমেটেড শর্টস: ওয়ার ইজ ওভার! ইন্সপায়ারড বাই দ্য মিউজিক অব জন অ্যান্ড ইয়োকো

সেরা আন্তর্জাতিক ফিচার: দ্য জোন অব ইন্টারেস্ট (ইউকে)

সেরা ডকুমেন্টরি ফিচার: ২০ ডেইজ ইন মারিউপোল

সেরা ডকুমেন্টরি শর্টস: দ্য লাস্ট রিপেয়ার শপ

বেস্ট অরিজিনাল স্কোর: ওপেনহাইমার

বেস্ট অরিজিনাল সং: হোয়াট ওয়াজ আই মেড ফর (বার্বি)

বেস্ট সাউন্ড: দ্য জোন অব ইন্টারেস্ট

সেরা মেকআপ অ্যান্ড হেয়ারস্টাইলিং: পুওর থিংস

সেরা কস্টিউম: পুওর থিংস

সেরা ভিজ্যুয়াল এফেক্টস: গর্জিলা মাইনাস ওয়ান

সেরা ফিল্ম এডিটিং: ওপেনহাইমার

এসএসএস