অস্কারের ৯৬তম আসরে ওপেনহাইমার সিনেমার জয়জয়কার। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পটভূমিতে তৈরি ছবিটিই জিতেছে সেরা সিনেমার পুরস্কার। ওপেনহাইমার থেকেই হয়েছেন সেরা অভিনেতা, সেরা সহ-অভিনেতা ও সেরা নির্মাতা। পুওর থিংস ছবিতে অভিনয় করা এমা স্টোনের হাতে উঠেছে সেরা অভিনেত্রীর পুরস্কার।