অস্কারজয়ী ফিলিস্তিনি নির্মাতাকে তুলে নিয়ে গেছে ইসরাইলি বাহিনী

বিদেশে এখন
0

অস্কারজয়ী নো আদার ল্যান্ড সিনেমার সহ-পরিচালক হামদান বল্লাল অধিকৃত পশ্চিম তীরে ইসরাইলি বসতিদের হামলায় আহত হয়েছেন। এরপর অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে যাওয়ার পথে তাকে গ্রেপ্তার করে ইসরাইলি বাহিনী। তারপর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি।

পশ্চিম তীরে হামদান বল্লালের গাড়ি লক্ষ্য করে প্রথমে আক্রমণ করে ১০ থেকে ১২ জন মুখোশধারী। পরে তাকে গাড়ি থেকে নামিয়ে লাঠি দিয়ে আঘাত করে।

এ সময় বল্লালের মাথা ও পেটে আঘাত লাগে। এরপর অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে যাওয়ার পথে আবারো আক্রমণের শিকার হন তিনি।

পরে অ্যাম্বুলেন্স থামিয়ে বল্লালের চোখ বেঁধে নিয়ে যায় ইসরাইলি সেনারা। এ ঘটনায় ইসরাইলি সামরিক বাহিনী তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি।

২০২৪ সালে নো আদার ল্যান্ড সিনেমাটি বার্লিন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব থেকে শুরু করে বেশ কয়েকটি আন্তর্জাতিক পুরস্কারে ভূষিত হয়েছে।

ইএ