পশ্চিম তীরে হামদান বল্লালের গাড়ি লক্ষ্য করে প্রথমে আক্রমণ করে ১০ থেকে ১২ জন মুখোশধারী। পরে তাকে গাড়ি থেকে নামিয়ে লাঠি দিয়ে আঘাত করে।
এ সময় বল্লালের মাথা ও পেটে আঘাত লাগে। এরপর অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে যাওয়ার পথে আবারো আক্রমণের শিকার হন তিনি।
পরে অ্যাম্বুলেন্স থামিয়ে বল্লালের চোখ বেঁধে নিয়ে যায় ইসরাইলি সেনারা। এ ঘটনায় ইসরাইলি সামরিক বাহিনী তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি।
২০২৪ সালে নো আদার ল্যান্ড সিনেমাটি বার্লিন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব থেকে শুরু করে বেশ কয়েকটি আন্তর্জাতিক পুরস্কারে ভূষিত হয়েছে।