'৯৭তম অস্কার ঘিরে তারকার ঢল নামে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে। লাল গালিচায় হেটে একে একে সেখানে প্রবেশ করেন হলিউডের জনপ্রিয় সব মুখ।
ঘড়ির কাটায় রাত ৮টা বাজতেই শুরু হয় পুরস্কার বিতরণের মূল আয়োজন। বিভিন্ন ক্যাটাগরিতে একে একে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। এবারও অস্কার অ্যাওয়ার্ডের সঞ্চালকের ভূমিকায় মার্কিন টিভি ব্যক্তিত্ব কোনান ও'ব্রায়েন।
বরাবরের মতো এবারও অস্কারের মূল কৌতুহল ছিল কে হবে শ্রেষ্ঠ অভিনেতা-অভিনেত্রী। সবাইকে তাক লাগিয়ে সেরা অভিনেত্রীর পুরস্কার জিতে নেন মাইকি ম্যাডিসন। 'আনোরা' মুভির জন্য এ পুরস্কার পান তিনি। রোমান্টিক এ চলচ্চিত্রে ফুঁটিয়ে তোলা হয় যৌনকর্মীদের পদে পদে প্রতারিত হওয়ার বিষয়টি। গ্রিন কার্ডের লোভে একটি ছেলে কীভাবে এক যৌনকর্মীকে বিয়ে করে তার সঙ্গে বিশ্বাসঘাতকা করে, সেটিই ফুটিয়ে তোলা হয় আনোরা সিনেমাটিতে।
একই মুভির জন্য সেরা পরিচালকের পুরস্কার পান শন বাকের। বিভিন্ন ক্যাটাগরিতে 'আনোরা' মুভিটি মোট পাঁচটি পুরস্কার পায়। এমনটি এবারের 'অস্কারের শ্রেষ্ঠ চলচ্চিত্রের পুরস্কারও যায় 'আনোরা'র ঝুলিতে।
দ্যা ব্রুটালিস্ট মুভির জন্য এবারের অস্কারে সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন অ্যাড্রিয়েন ব্রডি। এটি তার দ্বিতীয় অস্কার। এর আগে ২২ বছর আগে ২৯ বছর বয়সে 'দ্য পিয়ানিস্ট' মুভির জন্য অস্কার জিতেন তিনি। একই ছবির জন্য বেস্ট সিনেমোটোগ্রাফার অ্যাওয়ার্ড পেয়েছেন লল ক্রোয়লি।
এর আগে একে একে নাম ঘোষণা করা হয় সেরা পার্শ্ব অভিনেতা-অভিনেত্রীর নাম। 'এ রিয়াল পেইন' মুভিতে অভিনয়ের জন্য সেরা পার্শ্ব অভিনেতা হন কিরেয়ান কালকিন। আর ইমিলিয়া পেরেজ মুভিতে অভিনয়ের জন্য জোয়ি সালদানাকে দেয়া হয় সেরা পার্শ্ব অভিনেত্রীর অস্কার। পুরস্কার নেয়ার সময় আবেগ আপ্লুত হয়ে পড়েন তিনি।
এবারের আসরে আরেকটি চমক ছিল সেরা মিউজিকের ক্যাটাগরিটি। ইমিলিয়া পেরেজ মুভির 'এল মাল' গানটি জিতে নেয় সেরা মিউজিকের খেতাব।
এছাড়া সেরা ডকুমেন্টারি, এডিটিং, স্ক্রিন প্লে, মেক-আপ, কস্টিউম, ফ্যাশন ডিজাইন ক্যাটাগরিতে দেয়া হয় অস্কার।
শো' এর এক পর্যায়ে অনুঠানে নীল সোয়েট শার্ট পরে আসায় মার্কিন অভিনেতা অ্যাডামকে নিয়ে হাসিঠাট্টা করেন সঞ্চালক। এছাড়া ক্যালিফোর্নিয়ায় দাবানল নিয়ন্ত্রণে দমকলকর্মীদের অসাধারণ অবদানের জন্য তাদেরকে দাঁড়িয়ে সম্মান জানান তারকারা।