উত্তর আমেরিকা
বিদেশে এখন

কানাডায় বাসায় হামলা, শ্রীলঙ্কান ৬ নাগরিক নিহত

কানাডার রাজধানী অটোয়ায় একটি বাসায় ঢুকে ছুরিকাঘাতে শিশুসহ ছয়জনকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে আরও একজন। নিহতরা সবাই শ্রীলঙ্কার নাগরিক। হামলার ঘটনায় নিরাপত্তা নিয়ে উঠেছে প্রশ্ন।

শান্তিপূর্ণ দেশ হিসেবে বিবেচিত কানাডায় এমন হামলায় হতবাক সবাই। নাইন ওয়ান ওয়ান জরুরি নম্বরে কল পেয়ে পুলিশ ছুটে যায় ওই বাড়িতে। সেখান থেকে একই পরিবারের বেশ কয়েকজনের মরদেহ উদ্ধার করা হয়।

দেশটির পুলিশ জানিয়েছে, নিহতরা সবাই শ্রীলঙ্কার নাগরিক। সম্প্রতি তারা কানাডায় এসেছিলেন। হত্যায় ধারালো ছুরি ব্যবহার হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

একজন পুলিশ সদস্য বলেন, 'পুলিশ চেষ্টা করছে ঘটনার পেছনের কারণ বের করতে। প্রতিবেশীরা খুবই শঙ্কিত। ভয়ে ভয়ে মানুষজন আসছেন এই বাসার কাছে। তারা ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করছেন।'

নিহতদের মধ্যে ৩৫ বছর বয়সী এক নারী ও তার চার শিশুসন্তান রয়েছে। যাদের একজন তিন মাসেরও কমবয়সী। নিহত ৪০ বছর বয়সী আরেকজনও একই বাড়ির বাসিন্দা। ঘটনায় গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি নিহত নারীর স্বামী।

পুলিশ সদস্য আরও বলেন, 'এরই মধ্যে হামলাকারী সন্দেহে ১৯ বছর বয়সী শ্রীলঙ্কান এক শিক্ষার্থীকে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পূর্ব কোনো শত্রুতা ছিল কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।'

এমন হামলায় আবাসিক এলাকায় নিরাপত্তা নিয়ে বেড়েছে শঙ্কা। কানাডায় সাম্প্রতিক সময়ে যত সহিংসতার ঘটনা ঘটেছে তার বেশির ভাগের সঙ্গে জড়িত অভিবাসীরা। এটিও এখন চিন্তার কারণ প্রশাসনের জন্য।

এমএসআরএস

এই সম্পর্কিত অন্যান্য খবর