বুধবার (৬ মার্চ) একটি প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম রয়টার্স। রয়টার্স আরও জানায়, হ্যালির নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেয়ায় নভেম্বরে আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের মনোনয়ন পাবেন ডোনাল্ড ট্রাম্প।
এ দলটির মনোনয়ন পাওয়ার দৌঁড়ে ট্রাম্পের শেষ প্রতিদ্বন্দ্বী হিসেবে ছিলেন হ্যালি।
রয়টার্স ছাড়াও ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় সকাল ১০টায় নিক্কি হ্যালি সাউথ ক্যারোলাইনার চার্লসটন এলাকায় একটি সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন।
প্রতিবেদনে আরও জানানো হয়, এ বক্তব্যে তিনি নিজের জন্য কোনো সমর্থনের ঘোষণা দিবেন না। এতে তিনি ট্রাম্পকে রিপাবলিকান ও স্বতন্ত্র ভোটারদের সমর্থন আদায়ে উৎসাহিত করবেন বলে জানিয়েছে জার্নাল।
এর আগে সুপার টিউসডেতে ট্রাম্প ডেলিগেটসমৃদ্ধ ক্যালিফোর্নিয়া ও টেক্সাসসহ ১৫টি অঙ্গরাজ্যের মধ্যে ১৪টিতে রিপাবলিকান ভোটে জয়ী হয়েছেন।