উত্তর আমেরিকা
বিদেশে এখন
0

আরও ৩ অঙ্গরাজ্যে ট্রাম্পের প্রাথমিক বিজয়

যুক্তরাষ্ট্রের আরও তিনটি রাজ্যে জয়ী হয়ে, রিপাবলিকান দলের মনোনয়ন দৌড়ে আরও এক ধাপ এগিয়ে গেলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রিপাবলিকান প্রাথমিক প্রার্থী বাছাইয়ের লড়াইয়ে স্থানীয় সময় শনিবার (২ মার্চ) আরও তিনটি অঙ্গরাজ্যে জয় পেয়েছেন তিনি।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, আইডাহো, মিসৌরি এবং মিশিগান রাজ্যে একমাত্র প্রতিদ্বন্দ্বী জাতিসংঘের সাবেক রাষ্ট্রদূত নিকি হ্যালিকে সহজেই হারিয়েছেন তিনি। মিশিগানে ৩৯, মিসৌরিতে ৫৪ এবং আইডাহোতে ৩২ জন প্রতিনিধি জিতেছেন ট্রাম্প। ট্রাম্প ৯৮ শতাংশ সমর্থন পেয়েছেন বলে জানিয়েছে রয়টার্স।

সব মিলিয়ে বর্তমানে ট্রাম্পের প্রতিনিধি সংখ্যা ২৪৭। আর তার প্রতিদ্বন্দ্বি হ্যালির ২৪। রিপাবলিকান থেকে মনোনয়ন পেতে ট্রাম্পকে এক হাজার ২১৫ প্রতিনিধির সমর্থন পেতে হবে।

আগামী মঙ্গলবার ১৬ টি রাজ্যে রিপাবলিকানদের প্রাথমিক বাছাই পর্বের নির্বাচন হবে। এই দিনটিকে দেশটির নির্বাচনে 'সুপার টুইসডে' বলা হয়। ট্রাম্পের জন্য দিনটি খুবই গুরুত্বপূর্ণ। কারণ, সুপার টুইসডে'তে জিতলেই জো বাইডেনের প্রতিদ্বন্দ্বী হবেন ট্রাম্প।

এসএসএস