উত্তর আমেরিকা
বিদেশে এখন

ইলিনয়ের ব্যালট থেকে নিষিদ্ধ ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির প্রাথমিক প্রার্থী বাছাইয়ে ইলিনয় অঙ্গরাজ্যে ব্যালট থেকে নিষিদ্ধ করা হয়েছে ডোনাল্ড ট্রাম্পকে।

স্থানীয় সময় বুধবার (২৮ ফেব্রুয়ারি) ইলিনয় অঙ্গরাজ্যের এক বিচারক এই রায় দেন। ২০২১ সালের ৬ জানুয়ারি ক্যাপিটাল হিলের দাঙ্গায় ট্রাম্পের ভূমিকায় সংবিধানের ১৪তম সংশোধনীর 'বিদ্রোহ' ধারা লঙ্ঘনের অভিযোগে এই রায় দেন বিচারক।

কুক কাউন্টি'র সার্কিট বিচারক ট্রেসি পোর্টার তার আদেশে বলেছেন, সাবেক প্রেসিডেন্ট ট্রাম্পকে মার্কিন সংবিধানের ১৪তম সংশোধনীর বিদ্রোহ' ধারা লঙ্ঘনের দায়ে ইলিনয় অঙ্গরাজ্যে ১৯ মার্চ অনুষ্ঠেয় প্রাইমারির ব্যালট এবং ৫ নভেম্বরের সাধারণ নির্বাচনের ব্যালট থেকে অযোগ্য ঘোষণা করা উচিত বলে মত দিয়েছেন ভোটাররা।

এ বিষয়ে ট্রাম্প আপিল করবেন, তাই আদেশটি স্থগিত রেখেছেন বিচারক। তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে মার্কিন সুপ্রীম কোর্ট। ইতোমধ্যেই এ বিষয়ে ভোটারদের মতামত জানতে চেয়েছে দেশটির সর্বোচ্চ আদালত।

এর আগেও কলোরাডো ও মেইন অঙ্গরাজ্যে একই কারণে ব্যালট থেকে সরিয়ে দেওয়া হয় ট্রাম্পকে।

ইএ

এই সম্পর্কিত অন্যান্য খবর