উত্তর আমেরিকা
বিদেশে এখন
0

যুক্তরাষ্ট্রে বিমানবন্দরে হ্যাঙ্গার ধসে ৩ জনের মৃত্যু

যুক্তরাষ্ট্রের দক্ষিণ পশ্চিমাঞ্চল আইদাহোর বোয়েস বিমানবন্দরে নির্মাণাধীন একটি হ্যাঙ্গার ধসে তিনজন মারা গেছেন। আহত ৯ জনের মধ্যে পাঁচজনের অবস্থা গুরুতর।

হ্যাঙ্গারটি ভেঙ্গে পড়লে ঘটনাস্থলেই তিনজন নিহত হয়। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। বোয়েস বিমানবন্দরের কার্যক্রম স্বাভাবিক আছে। তবে কী কারণে এই ধসের ঘটনা ঘটেছে তা এখনো জানা যায়নি।

স্থানীয় সময় বুধবার (৩১ জানুয়ারি) বিকাল ৫টার দিকে এ ঘটনা ঘটে। বোয়েস বিমানবন্দরে ব্যবসার কাজে নির্মাণাধীন একটি স্টিলের ফ্রেমযুক্ত হ্যাঙ্গার ভেঙে পড়ে। এ ঘটনাটিকে বিপর্যয়কর বলেছে বিমানবন্দর কর্তৃপক্ষ। সবাইকে জিজ্ঞাসাবাদের আওতায় এনে তদন্ত করা হবে।

এসএসএস