প্রতিবেদনে বলা হয়, আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে জিতলে চীনের পণ্যের ওপর ২০ শতাংশ শুল্ক আরোপ করবেন ট্রাম্প। নিজের উপদেষ্টাদের সঙ্গে আলাপে এ পরিকল্পনার কথা জানান তিনি।
পরিকল্পনা বাস্তবায়নে যুক্তরাষ্ট্রসহ বিশ্বের প্রধান সব দেশের অর্থনীতি চরম ব্যাহত হবে। এছাড়া বাণিজ্য যুদ্ধ ছাড়িয়েও বহুদূর জল গড়াবে বলে ওয়াশিংটন পোস্টকে জানিয়েছেন ডেমোক্র্যাট ও রিপাবলিকানপন্থি অর্থনীতিবিদরা।
প্রেসিডেন্ট নির্বাচনের প্রার্থিতায় রিপাবলিকান শিবিরে এগিয়ে থাকা ট্রাম্পের মতে, বিদেশি পণ্যের ওপর শুল্ক আরোপে যুক্তরাষ্ট্রের রাজস্ব বাড়বে এবং বাজেট ঘাটতি কমবে। যুক্তরাষ্ট্রে আমদানি শুল্ক বিশ্বের অন্যতম নিম্ন বলেও দাবি করেন তিনি।
মেক্সিকো-কানাডার পর যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক অংশীদারদের মধ্যে তৃতীয় শীর্ষ চীন। গেল নভেম্বরেও যুক্তরাষ্ট্রের মোট বৈদেশিক বাণিজ্যের প্রায় ১২ শতাংশ ছিল চীনের সঙ্গে।





