উত্তর আমেরিকা
বিদেশে এখন
0

যুক্তরাষ্ট্রে তীব্র তুষারপাতে ৯০ জনের মৃত্যু

শীতকালীন ঝড়, তীব্র তুষারপাত আর হাড়কাঁপানো ঠাণ্ডার মধ্যে যুক্তরাষ্ট্রে গেলো এক সপ্তাহে প্রাণ গেছে কমপক্ষে ৯০ জনের। শুধু টেনেজি আর অরিগন অঙ্গরাজ্যেই মৃত্যু হয়েছে ৪১ জনের।

ভয়াবহ বরফ ঝড়ের কারণে দু'টি রাজ্যেই জারি রয়েছে জরুরি অবস্থা। ইলিনয়, পেনসিলভানিয়া, মিসিসিপি, ওয়াশিংটন, কেন্টাকি, উইসকনসিন, নিউইয়র্ক, নিউজার্সিসহ আরও কিছু অঙ্গরাজ্যেও প্রাণ গেছে অনেকের।

দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে দেশজুড়ে কয়েক লাখ মানুষের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে। টেনেজিতে পানি সংকটে ভুগছে প্রায় চার লাখ মানুষ। আগামী সপ্তাহের মাঝামাঝি পর্যন্ত পরিস্থিতি এমনই থাকতে পারে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের আবহাওয়া অফিস।

এরপর শীত কমলেও উষ্ণ বাতাস আর বৃষ্টির প্রভাবে দেশটির মধ্যপশ্চিমাঞ্চল আর উত্তরপূর্বে রয়েছে বন্যার আশঙ্কা।

এসএস