কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরাকে সোমবার দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘নেতানিয়াহু যুদ্ধে ফেরার পরিবেশ তৈরি করছেন।’
তিনি জানান, ইসরাইলে কারাবন্দি যে ৬২০ জন ফিলিস্তিনিকে গত শনিবার মুক্তি দেয়ার কথা ছিল, তাদের ফেরত না পাওয়া পর্যন্ত ইসরাইলের সাথে আর আলোচনায় বসবে না গাজার শাসকদল। গাজায় গেলো এক মাসের অস্ত্রবিরতির মধ্যে কয়েক দফায় জিম্মি ও ফিলিস্তিনি বন্দিবিনিময় করেছে ইসরাইল ও হামাস।
শেষ ধাপে শনিবার হামাস প্রতিশ্রুতি রক্ষা করলেও ছয় জিম্মিকে ফেরত পাওয়ার পর ফিলিস্তিনি বন্দিদের মুক্তি দেয়নি ইসরাইল। অন্যদিকে, গাজার পর অবরুদ্ধ পশ্চিম তীরে ট্যাংক মোতায়েনের পর ইসরাইলি সেনাদের আক্রমণ-অভিযানে উদ্বেগ জানিয়েছে আন্তর্জাতিক দাতব্য সংস্থা রেড ক্রস।