সিরিয়ার বেইত জিন গ্রামে সেনা অভিযানের এই ভিডিও গেলো শুক্রবার প্রকাশ করে ইসরাইলি সেনাবাহিনী। সেদিনের অভিযানে প্রাণ যায় কমপক্ষে ১৩ জন সিরীয় নাগরিকের। এ ঘটনায় স্বাভাবিকভাবেই ক্ষুব্ধ দামেস্ক।
কয়েক দশকের স্বৈরশাসক আসাদ সরকারের পতনের পর ২০২৪ সালের ডিসেম্বর থেকে গেলো এক বছরে সিরিয়ায় এক হাজারবারের বেশি বিমান হামলা, আর সীমান্তে অনুপ্রবেশ করে ৪শ'র বেশি স্থল অভিযান চালিয়েছে ইসরাইল। এমনকি ১৯৭৪ সালের চুক্তি ভেঙে সিরিয়ার গোলান মালভূমিতেও অবরোধ বাড়িয়েছে দখলদার দেশটি।
আরও পড়ুন:
এমন পরিস্থিতিতেই সিরিয়া হস্তক্ষেপ না করতে ইসরাইলকে হুঁশিয়ার করলো, ঘনিষ্ঠতম মিত্র যুক্তরাষ্ট্র। সিরিয়াকে অস্থির করে তোলা এবং সিরীয় শাসকগোষ্ঠীকে বিব্রত করার বিরোধিতায় ইসরাইলের প্রতি এ হুঁশিয়ারি খোদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের।
সোমবার সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে তিনি লেখেন, সিরিয়ার সাথে সত্যিকার অর্থে এবং কার্যকর আলোচনায় বসা ইসরাইলের জন্য গুরুত্বপূর্ণ। দুই দেশের স্বার্থ রক্ষায় সিরিয়ার অন্তর্বর্তী প্রেসিডেন্ট আহমেদ আল শারা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন বলে তার ভূয়সী প্রশংসাও করেন ট্রাম্প। নতুন নেতৃত্বে সিরিয়ার অগ্রগতি প্রশংসনীয় বলেও মন্তব্য তার।
অন্যদিকে, অস্ত্রবিরতি লঙ্ঘন করে ইসরাইলের অব্যাহত গোলাবর্ষণে দিশেহারা গাজার বাসিন্দারা। কাতারভিত্তিক বার্তা সংস্থা আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়, অস্ত্রবিরতি কার্যকরের পর ৫৩ দিনের মধ্যে ৪২ দিনই উপত্যকায় হামলা চালিয়েছে ইসরাইল। আবাসিক ভবন গুঁড়িয়ে দেয়ার অভিযান তো চলছেই। আগ্রাসন চলছে রামাল্লাহ-বেথেলহেমসহ অবরুদ্ধ পশ্চিম তীরেও।





