তিনি বলেন, ‘রাশিয়া আর উত্তর কোরিয়ার সেনাবাহিনী মূলত আহত সেনাদের হত্যা করে, যেন এই যুদ্ধে পিয়ংইয়ংয়ের সম্পৃক্ততার কোন প্রমাণ না থাকে। বন্দিরা ইউক্রেন, ইংরেজি কিংবা রাশিয়ান কোন ভাষাতেই কথা বলতে পারেন না।’
এর আগেও ইউক্রেন দাবি করেছে, কুরস্কে যুদ্ধ করতে গিয়ে অন্তত ২০০ রুশ সেনা আহত আর নিহত হয়েছেন।
এদিকে, দোনেৎস্কে ভয়াবহ যুদ্ধে জড়িয়েছে রাশিয়া আর ইউক্রেনের সেনাবাহিনী।
অবস্থান ধরে রাখতে মস্কো হামলা চালাচ্ছে খারকিভ, আভদিভকা, দোনেৎস্ক, জাপোরিঝিয়া আর খেরসনে।