মধ্যপ্রাচ্য
বিদেশে এখন
0

‘সিরিয়া প্রতিবেশি বা পশ্চিমা দেশগুলোর জন্য কোনো হুমকি নয়’

সিরিয়া যুদ্ধ করতে করতে ক্লান্ত, দেশটি প্রতিবেশি বা পশ্চিমা দেশগুলোর জন্য কোনো হুমকি নয়। বিবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে বললেন সিরিয়ার নতুন শাসক আহমেদ আল-শারা। আগে তিনি আবু মোহাম্মদ আল জুলানি নামে পরিচিত ছিলেন।

এ সময় তিনি সিরিয়ার ওপর থেকে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা তুলে নেয়ারও আহ্বান জানান। তার যুক্তি এসব নিষেধাজ্ঞা আগের শাসনামলে ছিল। আসাদ সরকারের সঙ্গে তাদের একইভাবে বিবেচনা করা উচিত নয়।

দুই সপ্তাহের কম সময়ের মধ্যে বাশার আল-আসাদ সরকারকে হটিয়ে ক্ষমতা নেয় দেশটির বিদ্রোহী বাহিনী।

তিনি বলেন, ‘হায়াত তাহরির আল-শাম বা এইচিএসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত রাখার কোনো মানে হয় না।’

এএম