আহমেদ-আল-শারা

অসাম্প্রদায়িক সিরিয়া গঠনের প্রতিশ্রুতি আহমেদ আল শারার

সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় ও সেনাবাহিনীকে ঢেলে সাজানোর ঘোষণা দিয়েছেন ক্ষমতাসীন বিদ্রোহী বাহিনীর প্রধান। একটি অসাম্প্রদায়িক সিরিয়া গঠনের প্রতিশ্রুতি দিয়েছেন আহমেদ আল শারা। আন্তর্জাতিক নিষেধাজ্ঞা প্রত্যাহারে ও সিরিয়ার পুনর্গঠনে তুরস্ক, লেবাননসহ বিভিন্ন দেশের কূটনীতিকদের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছেন তিনি। এরই মধ্যে আসাদ সরকারের সামরিক বাহিনী তাদের অস্ত্র জমা দিয়েছেন। এদিকে, গুমের শিকার সিরিয়াবাসী তাদের স্বজনদের খুঁজে বেড়াচ্ছেন।

‘সিরিয়া প্রতিবেশি বা পশ্চিমা দেশগুলোর জন্য কোনো হুমকি নয়’

সিরিয়া যুদ্ধ করতে করতে ক্লান্ত, দেশটি প্রতিবেশি বা পশ্চিমা দেশগুলোর জন্য কোনো হুমকি নয়। বিবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে বললেন সিরিয়ার নতুন শাসক আহমেদ আল-শারা। আগে তিনি আবু মোহাম্মদ আল জুলানি নামে পরিচিত ছিলেন।