এদিকে, ইসরাইলি হামলার জবাবে তেল আবিবের দক্ষিণাঞ্চলের একটি সেনা ঘাঁটিতে ড্রোন হামলা করেছে লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ।
এছাড়া, ইসরাইলের উত্তরাঞ্চলে হাইফা বন্দরের নৌ ঘাঁটিতে আবারও সফল হামলার দাবি করেছে ইরান সমর্থিত সশস্ত্র সংগঠনটি।
যদিও এই হামলাগুলোতে হতাহতের বিষয়ে কিছু জানায়নি তেল আবিব। অন্যদিকে, ইসরাইলি প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্তকে অপসারণের পর জেরুজালেমে নেতানিয়াহুর বাসভবনের সামনে বিক্ষোভ করেছে জিম্মিদের পরিবারের সদস্যরা।
প্রতিরক্ষা মন্ত্রীর অপসারণের ফলে গাজায় যুদ্ধবিরতি ও জিম্মিদের মুক্তি বিষয়ক আলোচনার অগ্রগতি আরও কয়েকধাপ পিছিয়ে যাবে এমন আশঙ্কা করছেন বিক্ষোভকারীরা।