যুদ্ধ , মধ্যপ্রাচ্য
বিদেশে এখন
0

লেবাননে ইসরাইলের ভয়াবহ বিমান হামলা, নিহত বেড়ে ৩৫৬

আহত ১২শ' ছাড়িয়েছে

লেবাননে ইসরাইলি বিমান হামলায় নিহতের সংখ্যা ৩৫৬ জন ছাড়িয়েছে। আল জাজিরা প্রকাশিত প্রতিবেদন সূত্রে এ তথ্য জানা গেছে। এছাড়াও হামলায় আহতের সংখ্যা ১ হাজার ২শ' ছাড়িয়েছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রনালয়ের তথ্যানুযায়ী ২০০৬ সালের পর ইসরাইল-হিজবুল্লাহ্‌ দ্বন্দ্বের সবচেয়ে ভয়াবহ হতাহতের দিন এটি।

আজ (সোমবার, ২৩ সেপ্টেম্বর) স্থানীয় সময় দুপুর ১ টা ৪৯ মিনিটে এক বিজ্ঞপ্তির মাধ্যমে স্বাস্থ্য মন্ত্রণালয় হতাহতের প্রথম তথ্য জানায়। ইসরাইলের এ হামলায় হতাহতদের মধ্যে নারী, শিশু, প্যারামেডিক থেকে শুরু করে প্রাপ্তবয়স্ক পুরুষও রয়েছেন। মন্ত্রণালয়ের তথ্যানুযায়ী, নিহতদের অধিকাংশই বেসামরিক অধিবাসী।

সোমবার সকালের পরপরই লেবাননের দক্ষিণে হিজবুল্লাহর ৩ শতাধিক স্থাপনায় হামলা চালানোর দাবি করেছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী। দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট বলেন, ‘লেবাননে হামলা আরও তীব্র করা হচ্ছে। হাজার হাজার বাস্তুচ্যুত ইসরাইলিকে উত্তরে ফেরানোর জন্য আমাদের লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্ত এ হামলা চলবে।’

গত সপ্তাহে লেবাননের সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠী হিজবুল্লাহর সদস্যদের ব্যবহার করা হাজার হাজার পেজার ও ওয়াকি-টকিতে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের এই ঘটনায় লেবাননে ৪০ জনের বেশি মানুষের প্রাণহানি ঘটেছে; যাদের মধ্যে হিজবুল্লাহর অন্তত ১৬ সদস্য রয়েছেন। এই বিস্ফোরণের জন্য ইসরায়েলকে ব্যাপকভাবে দায়ী করছে হিজবুল্লাহ।—রয়টার্স ও আল জাজিরা

এএইচ