রাজধানী তেহরান থেকে সাড়ে ৫শ' কিলোমিটার দূরে তাবাস কয়লা খনিতে শনিবার (২২ সেপ্টেম্বর) মধ্যরাতে এ ঘটনা ঘটে। বিস্ফোরণের সময় সেখানে কাজ করছিলেন প্রায় ৭০ জন শ্রমিক।
তেলসহ বিভিন্ন খনিজ সম্পদে সমৃদ্ধ ইরানে কয়লার বার্ষিক চাহিদা ৩৫ লাখ টন। এর মধ্যে ১৮ লাখ টন কয়লা দেশটি নিজে উত্তোলন করে, বাকিটা আমদানি নির্ভর, যা ব্যবহার করা হয় ইস্পাত শিল্পে।
নিরাপত্তা অব্যবস্থাপনার কারণে ইরানে খনিজ শিল্পে দুর্ঘটনাও নতুন নয়। ২০১৭ সালেও একটি কয়লায় খনিতে বিস্ফোরণে প্রাণ যায় অন্তত ৪২ জনের।