মধ্যপ্রাচ্য
বিদেশে এখন
0

ওমানে হামলার ঘটনায় দায় স্বীকার করেছে আইএস

ওমানে শিয়া মসজিদের কাছে হামলার ঘটনায় দায় স্বীকার করেছে জঙ্গিগোষ্ঠী আইএস। হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ছয়জনে।

নিহতদের মধ্যে চারজন পাকিস্তানি নাগরিক, একজন ভারতীয় এবং একজন পুলিশ সদস্য বলে জানা গেছে। রাজধানী মাস্কাটের ইমাম আলি মসজিদের কাছে ওই হামলায় আহত হয় ২৮ জন।

হামলার পর আল-ওয়াদি আল-কাবির এলাকায় সোমবার রাতে নিরাপত্তা বাহিনীর অভিযানে নিহত হয়েছে তিন বন্দুকধারী। তাদের পরিচয় বা হামলার উদ্দেশ্য প্রকাশ করেনি ওমান পুলিশ। হামলাকারীদের নিজেদের সদস্য বলে দাবি করেছে আইএস।

বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে হামলার খবরে উচ্ছ্বাস জানিয়েছে আইএস সমর্থকরা। পাকিস্তান, আফগানিস্তান ও ইরাকে শিয়াদের ধর্মীয় আয়োজনে আইএসের হামলা নতুন নয়। তবে শিয়া সংখ্যালঘু ওমানে এমন হামলা নজিরবিহীন।

এভিএস