ফিলিস্তিনের গাজা উপত্যকায় ৯ মাস ধরে নির্বিচারে হামলা চালাচ্ছে ইসরাইল। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এই ৯ মাসে ইসরাইলি হামলায় ৩৮ হাজারের বেশি ফিলিস্তিনির প্রাণ গেছে। তবে ইংল্যান্ডভিত্তিক গবেষণা ও চিকিৎসা সাময়িকী ল্যানসেটের দাবি, গাজায় নিহতের প্রকৃত সংখ্যা বেড়ে পৌঁছাতে পারে প্রায় দুই লাখে। সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে জানা গেছে এই তথ্য।
ল্যানসেটে প্রকাশিত গবেষণা প্রতিবেদেন বলা হয়েছে, দাপ্তরিকভাবে নিহতের যে সংখ্যা প্রচার করা হচ্ছে, সেখানে ইসরাইলি বাহিনীর হামলায় ধ্বংস ভবনগুলোর নিচে চাপা পড়া আর খাদ্য ও স্বাস্থ্যসেবার অভাবে প্রাণ হারানো সাধারণ মানুষের কোনো হিসেব নেই। তাদের হিসেব করলে আরও বাড়বে মৃতের সংখ্যা।
সাম্প্রতিক সময়ের সংঘাতে সরাসরি মৃত্যুর চেয়ে নানা কারণে মৃতের সংখ্যা বাড়ছে ১৫ গুণ। এই পর্যালোচনা সঠিক হলে গাজার ২৩ লাখ মানুষের মধ্যে ৮ শতাংশের মৃত্যু হয়েছে।
ল্যানসেটের প্রতিবেদনে আরও বলা হয়েছে, যুদ্ধে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে খাদ্য সরবরাহ ও স্বাস্থ্যসেবা ব্যবস্থা। যারা হামলায় সরাসরি নিহত হয়েছেন, তাদের তুলনায় খাদ্য ও স্বাস্থ্যসেবার অভাবে মৃতের সংখ্যা কয়েকগুণ বেশি হয়ে থাকতে পারে। পাশাপাশি বাস্তুচ্যুত না হওয়ায় মৃত্যু হতে পারে অনেক মানুষের। গেলো মে মাসেই জাতিসংঘ জানিয়েছিল, ধ্বংসস্তূপে চাপা পড়েই ১০ হাজারের বেশি ফিলিস্তিনির প্রাণ গেছে।