যুদ্ধ , মধ্যপ্রাচ্য
বিদেশে এখন
0

'যুদ্ধবিরতির প্রস্তাবে হামাসের দাবি আমলে নেয়া সম্ভব নয়'

গাজায় যুদ্ধবিরতির প্রস্তাবে হামাস যে সংশোধন আনার দাবি জানিয়েছে তা আমলে নেয়া সম্ভব নয় বলে মন্তব্য করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। গতকাল (বুধবার, ১২ জুন) কাতারের দোহায় এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

এর আগে, গাজায় যুদ্ধবিরতির সমঝোতা প্রস্তাবটি ইতিবাচকভাবেই বিবেচনা করার ঘোষণা দিয়েছিলো হামাস। মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের প্রতিক্রিয়ায় সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, যুদ্ধবিরতির বিষয়ে হামাস নতুন করে কোনো সংশোধনী আনার দাবি করেনি।

এদিকে গাজা যুদ্ধের ২৫০ দিন অতিবাহিত হলেও যুদ্ধপরিস্থিতি ক্রমেই আরও অবনতির দিকে অগ্রসর হচ্ছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য বলছে, যুদ্ধ শুরুর উপত্যকাটিতে এখনও পর্যন্ত প্রায় ১৬ হাজার শিশুর প্রাণহানি হয়েছে। পরিবার হারিয়েছে আরও ১৭ হাজার শিশু।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিবেদন অনুসারে, গাজার ৫ বছরের কম বয়সি অন্তত ৮ হাজার শিশু পুষ্টিহীনতায় ভুগছে। দ্রুত যুদ্ধবিরতি কার্যকর করা হলে এ সংখ্যা আরও বাড়তে পারে।