উপত্যকার রাফাহ শরণার্থী শিবিরের পাশাপাশি বিভিন্ন স্থানে হামলা অব্যাহত রেখেছে ইসরাইলি সেনারা। বাড়ছে হতাহতের সংখ্যা। সচল আছে উপত্যকার ৩৬ টি হাসপাতালের মধ্যে মাত্র ১৪ টি।
অবিলম্বে যুদ্ধবিরতি কার্যকর ও বন্দিদের মুক্ত করতে বিক্ষোভ হচ্ছে ইসরাইলেরও। রাফাহ ক্রসিং বন্ধের কারণে ত্রাণ ও ওষুধ প্রবেশ করতে পারছে না উপত্যকায়। ইসরাইলের কট্টর ডানপন্থি দুই মন্ত্রী হুমকি দিয়েছেন, হামাস নির্মূলের আগে গাজায় কোন যুদ্ধবিরতি আলোচনা করলে তাতে সমর্থন দেবেন না তারা।
শুক্রবার (৩১ মে) মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন গাজায় যুদ্ধবিরতির একটি প্রস্তাব দেন, যাতে ইতিবাচক সাড়া দিয়েছে হামাস। তবে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আগে থেকেই বলে আসছেন হামাস নির্মূলের আগে কোনো যুদ্ধবিরতি নয়।




