মধ্যপ্রাচ্য
বিদেশে এখন
0

পৃথিবীর কোনো শক্তি রাফায় স্থল অভিযানে বাঁধা দিতে পারবে না: নেতানিয়াহু

রাফা সীমান্তে হামাস যোদ্ধারা আছে, পৃথিবীর কোনো শক্তি রাফায় অভিযানে বাঁধা দিতে পারবে না বলে ঘোষণা দিয়েছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলছেন, গাজায় যুদ্ধ চালিয়ে ভুল করছেন বেনিয়ামিন নেতানিয়াহু। যুদ্ধবিরতি আলোচনায় ইসরাইলের ৪০ বন্দি বিনিময় প্রস্তাব নাকচ করেছে হামাস।

ঈদের দিন শুরুর কিছুক্ষণ আগেও ইসরাইলি হামলায় নুসাইরাত ক্যাম্পে প্রাণ গেছে ১৪ ফিলিস্তিনির। যুদ্ধবিধ্বস্ত গাজার সাধারণ মানুষকে ঈদের শুভেচ্ছা জানিয়েছে জাতিসংঘ। ঈদ উপলক্ষে গাজায় ত্রাণ ও উপহার পাঠিয়েছে সংযুক্ত আরব আমিরাত, মিশর, কাতার, যুক্তরাষ্ট্রসহ ৯ দেশ। ধ্বংসস্তুপের মধ্যেই ঈদ উদযাপন করছেন ফিলিস্তিনিরা।

যুদ্ধবিরতি আলোচনার নেই কোনো অগ্রগতি। এই অবস্থায় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন কঠোর সমালোচনা করেছেন ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর। তিনি বলেন, গাজায় যা চলছে, তা নেতানিয়াহুর ভুল। সেইসঙ্গে গাজায় ৬ থেকে ৮ সপ্তাহের যুদ্ধবিরতির জন্য ইসরাইলের প্রতি আহ্বান জানিয়েছেন বাইডেন। তবে সেই সঙ্গে গাজায় নিরবচ্ছিন্ন খাদ্য সহায়তা আসার বিষয়ে ইসরাইলকে নিশ্চিতের আহ্বানও জানানো হয়।

এতো সমালোচনাকে বুড়ো আঙ্গুল দেখিয়ে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, পৃথিবীর কোনো শক্তি নেই যে, ইসরাইলকে রাফায় সেনা অভিযান চালানো থেকে বিরত রাখতে পারবে। দক্ষিণাঞ্চলে ১৫ লাখ শরণার্থীর আশ্রয়কেন্দ্রে অভিযান পরিচালনার প্রস্তুতি নিয়েছে ইসরাইল। শরণার্থীদের অন্যত্র সরিয়ে নিতে কিনছে ৪০ হাজার তাবু। নেতানিয়াহুর দাবি, হামাসের ৪ ব্যাটেলিয়ন রাফায় অবস্থান করছে।

এই অবস্থায় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন বলছেন, ওয়াশিংটনে রাফায় অভিযান নিয়ে ইসরাইল যুক্তরাষ্ট্রের বৈঠকের কথা রয়েছে। যদিও যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগনের দাবি, ইসরাইলে গণহত্যার কোনো প্রমাণ নেই। এদিকে, যুদ্ধবিরতি আলোচনার অংশ হিসেবে জীবিত ৪০ জন ইসরাইলি বন্দিকে মুক্তি দিতে অস্বীকৃতি জানিয়েছে হামাস। সশস্ত্র গোষ্ঠীটি বলছে, ইসরাইলি বন্দি সেনাদের মুক্তি দেবে না তারা।

এদিকে, স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্ট ইনস্টিটিউট সিপ্রি বলছে, গেল বছর ইসরাইলকে ৯৯ শতাংশ সামরিক সহায়তা দিয়েছে যুক্তরাষ্ট্র আর জার্মানি। চুক্তি অনুযায়ী, ২০১৮ থেকে ২০২৮ সালের মধ্যে ইসরাইলকে ৩ হাজার ৮০০ কোটি ডলারের অস্ত্র দেবে যুক্তরাষ্ট্র। এদিকে গেলো বছর ইসরাইলের কাছে ৩২ কোটি ডলারের অস্ত্র বিক্রি করেছে জার্মানি।

এসএস