মধ্যপ্রাচ্য
বিদেশে এখন
0

গাজায় বিদেশি মানবাধিকার কর্মীরা বিপাকে

বাধ্য হয়ে অনেক মানবাধিকার কর্মী গাজা ছাড়তে বাধ্য হচ্ছেন।

ফিলিস্তিনি মানবাধিকার কর্মীদের জেরুজালেম বা গাজায় প্রবেশে নিষেধাজ্ঞা থাকার পাশাপাশি বিদেশি মানবাধিকার কর্মীদের ভিসা স্থগিত হওয়ার বিষয়টি আরও জটিলতা সৃষ্টি করেছে।

ফিলিস্তিনের এই মানবিক সংকটে ভিসা জটিলতার জন্য মানবিক সহায়তা প্রদানকারী দলগুলো পরস্পর থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ছে। ভিসা স্থগিতের কারণে ফিলিস্তিনে প্রয়োজন অনুযায়ী মানবিক সহায়তা দিতে পারছেন না জাতিসংঘসহ বিভিন্ন বিদেশি মানবাধিকার সংস্থার কর্মীরা।

ইসরাইলের দখল করা ফিলিস্তিন ভূখণ্ডে কর্মরত আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার মানবাধিকার কর্মীদের ভিসা দেয়া বন্ধ করে দিয়েছে ইসরাইল। গাজায় খাদ্যসহ বিভিন্ন জরুরি পণ্য সরবরাহ ব্যাহত হচ্ছে। এ কারণে বিভিন্ন মানবাধিকার সংস্থার প্রধানসহ অনেক কর্মীকে ইসরাইল আর ফিলিস্তিনের ভূখণ্ড ছাড়তে হয়েছে কিংবা নির্বাসনের ঝুঁকি নিয়েই মানবিক সহায়তা চালিয়ে যেতে হচ্ছে।