মধ্যপ্রাচ্য
বিদেশে এখন
0

ত্রাণ সংগ্রহের লাইনে দাঁড়িয়ে ইসরাইলি হামলায় ১০৪ ফিলিস্তিনি নিহত

খাবার সহায়তার ট্রাকের লাইনে দাঁড়িয়ে থাকা অবস্থায় ইসরাইলি সেনাদের হামলায় ১০৪ জন ফিলিস্তিনির প্রাণ গেছে বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।

আন্তর্জাতিক সংবাদ মাধ্যম সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, গাজার পশ্চিমাঞ্চলে ইসরাইলি হামলায় এ সময় ১০৪ জনের মৃত্যুর পাশাপাশি আহত হয়েছেন ৭৬০ জন।

ইসরাইলি হামলায় বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) পশ্চিম গাজার শেখ আজলিন এলাকার হারুন আল রশিদ সড়কে অসহায় গাজাবাসীর জন্য ত্রাণবাহী ট্রাকে খাবার এলে তা নেয়ার জন্য লাইনে দাঁড়ায় স্থানীয়রা। এসময় আচমকা ট্যাঙ্ক ও ড্রোন দিয়ে তাদের ওপর হামলা চালায় ইসরাইলি সেনারা।

প্রত্যক্ষদর্শীরা সিএনএনকে জানায়, ত্রাণবাহী ট্রাকগুলো ওই এলাকা থেকে পালানোর চেষ্টা করলে অন্যদের ধাক্কা দেয় এবং এতে আরও বেশি আহত হয় মানুষ।

কিন্তু ইসরাইল দাবি করছে লুটের সময় ত্রাণবাহী ট্রাকের চাপায় হতাহতের ঘটনা ঘটেছে।

এসএস