মরুর দেশের বিখ্যাত ফল 'ত্বীন'। মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ফলটির কদর সবচেয়ে বেশি। সংযুক্ত আরব আমিরাতের প্রায় সব বাজারেই পাওয়া যায় মূল্যবান এ ফল।
কোথাও কেজি দরে আবার কোথাও নির্দিষ্ট প্যাকেটে বিক্রি হয় 'ত্বীন' ফল। বাজার ছাড়া বাগান থেকেও সুস্বাদু 'ত্বীন' ফল কেনার সুযোগ পান ক্রেতারা।
মধ্যপ্রাচ্য ছাড়াও পুরো বিশ্বে ফলটির চাহিদা বাড়তে থাকায় সংযুক্ত আরব আমিরাতের বিভিন্ন অঞ্চলে এর বাণিজ্যিক চাষাবাদ বাড়ছে। নতুন নতুন গ্রিন হাউজ তৈরি হচ্ছে। কারণ ত্বীন ফল উৎপাদনের উপযুক্ত জায়গা গ্রিন হাউজ। যেখানে ভালো ফলন পেতে ব্যবহার করা হয় জৈব সার।
দেশটির এই ফল বাণিজ্যের অগ্রযাত্রায় যুক্ত রয়েছেন বহু প্রবাসী বাংলাদেশি। যেখানে কাজ করে বাংলাদেশের অর্থনীতির উন্নয়নে ভূমিকা রাখছেন তারা।
উপযুক্ত পরিবেশ ও যথাযথ অর্থায়ন পেলে নিজেদের অভিজ্ঞতা কাজে লাগিয়ে দেশের মাটিতেও ত্বীন ফলের চাষাবাদ করা সম্ভব বলে দাবি রেমিট্যান্স যোদ্ধাদের।