মধ্যপ্রাচ্য
বিদেশে এখন
0

সৌদি আরবের রিয়াদে পিঠা উৎসব

শীতকালীন পিঠা উৎসবে মেতেছেন সৌদি আরবের রিয়াদে থাকা রেমিট্যান্স যোদ্ধারা। এমন আয়োজন নিয়মিত হলে বিদেশে বেড়ে উঠা বাংলাদেশি শিশুরা দেশীয় সংস্কৃতি সম্পর্কে জানতে পারবেন বলে মনে করছেন অভিভাবকরা। সেই সঙ্গে পিঠা উৎসবের বাণিজ্যিক প্রসারের সম্ভাবনা তৈরি হবে বলেও মনে করেন তারা।

শত কর্মব্যস্ততার মাঝেও রিয়াদে থাকা প্রবাসী বাংলাদেশিরা পিঠা উৎসব উপলক্ষে এক জায়গায় জড়ো হলেন। বাসা থেকে পিঠা-পুলি বানিয়ে নিয়ে আসা হয়েছে। প্রবাসের মাটিতে দেশীয় পিঠা উৎসবের এমন ব্যাতিক্রম আয়োজনে খুশি সবাই।

পিঠা উৎসবের আয়োজক রুবিনা সুলতানা বলেন, ‘আমরা সবাই পিঠা উৎসব উপভোগ করছি। আগামীতেও এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে।

পিঠা উৎসবে খেলাধুলার আয়োজন ভিন্ন মাত্রা যোগ করেছে। মজার চকলেট দৌড়ে অংশ নেয় আগত শিশু-কিশোররা। মিউজিক্যাল চেয়ারসহ বেশ কয়েকটি খেলায় মাতেন অভিভাবকরা। আর বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন আয়োজকরা।

প্রবাসী বাংলাদেশিরা বলেন, ‘খুব ভালো আয়োজন। আমরা পরিবার নিয়ে এখানে আসতে পারছি। আর শিশুরাও আনন্দময় পরিবেশ উপভোগ করছে। ’

পিঠা উৎসবে প্রবাসী বাংলাদেশিরা একে অপরের সঙ্গে কুশল বিনিময় করেন। এর মধ্য দিয়ে উৎসব প্রাঙ্গণ মিলনমেলায় রূপ নেয়।

এই সম্পর্কিত অন্যান্য খবর