গাজায় বাস্তচ্যুতের হার বর্তমানে প্রায় ৯০ শতাংশ। এমন পরিস্থিতিতে মৃত্যু ও হতাশার নগরীতে পরিণত হয়েছে অঞ্চলটি, এমন মন্তব্য জাতিসংঘের। খান ইউনিস, দেইর এল বালাহ'র পাশাপাশি হামলা হয়েছে দক্ষিণের এল-আমাল হাসপাতালেও।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য বলছে, যুদ্ধ শুরুর পর গাজার চিকিৎসাকেন্দ্রে হামলা করা হয়েছে প্রায় ৬শ' বার। এদিকে সংঘাত নিরসনে তুর্কিয়ে সফর করছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টোনি ব্লিঙ্কেন।
যদিও শীঘ্রই যুদ্ধ বিরতির কোনো আশা নেই বিশ্লেষকদের।