৬ মাসের মধ্যে যুদ্ধ বন্ধ না হলে গাজায় দুর্ভিক্ষ দেখা দেবে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, এখন পর্যন্ত ২০ হাজার ৫৭ জন ফিলিস্তিনির মৃত্যু হয়েছে চলমান সংঘাতে।
জাতিসংঘের সাধারণ পরিষদে যুদ্ধবিরতির ভোটাভুটিতে আবারও হচ্ছে বিলম্ব।
এদিকে হামাস নির্মূলের নামে গাজার দক্ষিণাঞ্চল ধ্বংসে ২ হাজার পাউন্ডের বোমা ব্যবহার করছে ইসরাইলি সেনাবাহিনী।
এই বোমা এখন পর্যন্ত সবচেয়ে শক্তিশালী আর ধ্বংসাত্মক বোমা। হামাস বলছে, যুদ্ধবিরতি কার্যকর না হওয়া পর্যন্ত আর কোন বন্দী বিনিময় হবে না।