গাজার সর্বত্রই আগ্রাসনের মাত্রা আরও বাড়িয়ে দিয়েছে ইসরাইলি বাহিনী। তাদের বর্বরতার হাত থেকে রেহাই পাচ্ছে না নিরাপত্তার খোঁজে উত্তর থেকে দক্ষিণে আসা লাখ লাখ বাস্তুচ্যুত মানুষ।
শরণার্থী শিবিরেও চালানো হচ্ছে ভয়াবহ হামলা। পালানোর মতো জায়গাও আর অবশিষ্ট নেই। মৃত্যুকূপে পরিণত হয়েছে পুরো উপত্যকা। দীর্ঘ হচ্ছে হতাহতের তালিকা। পাল্লা দিয়ে বাড়ছে মানবিক সংকটও। তবে হামাসকে নিশ্চিহ্ন করার নামে গাজার দক্ষিণে বিমান হামলার ছাড়াও স্থল অভিযান জোরালো করার কথা জানিয়েছে ইসরাইলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ।
২৭ অক্টোবর থেকে শুরু হওয়া স্থল অভিযানের পর এ পর্যন্ত ভূখণ্ডটিতে হামাসের ৮০০ সুড়ঙ্গপথ পাওয়ার কথা জানিয়েছে ইসরাইল। এরমধ্যে অর্ধেকের বেশি টনেলপথ ধ্বংস করার দাবি করেছে দেশটি। এর সপক্ষে একটি ভিডিও প্রকাশ করেছে তারা। অবশ্য যুদ্ধের শুরু থেকেই গাজায় শত শত কিলোমিটার টানেল থাকার দাবি করে আসছে ইসরাইল। যেখানে হামাস সদস্যরা প্রশিক্ষণ নেয়া থেকে শুরু করে ইসরাইলের বিরুদ্ধে যুদ্ধ পরিচালনা আর অস্ত্র তৈরি করে বলে দাবি করছে আইডিএফ।
ইসরাইলি সেনাবাহিনীর মুখপাত্র ড্যানিয়েল হাগারি বলেন, ‘গাজা উপত্যকায় হামাসের বিরুদ্ধে স্থল অভিযান চালিয়ে যাচ্ছি আমরা। যেখানেই হামাসের গোপন আস্তানার সন্ধান পাওয়া যাচ্ছে সেখানেই হামলা চালানো হচ্ছে। আমাদের সদস্যরা হামাসের বিরুদ্ধে মুখোমুখি লড়াই আরও জোরালো করছে’।
ফিলিস্তিনি কেন্দ্রীয় পরিসংখ্যান ব্যুরোর তথ্য বলছে, গাজায় ইসরাইলি বাহিনীর হামলায় ৭০ শতাংশ হাসপাতাল পুরোপুরি বন্ধ হয়ে গেছে। এমনকি ৪ লাখ আবাসন ইউনিটের মধ্যে ধ্বংস হয়ে গেছে আড়াই লাখ। অর্থনৈতিক ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে ৭০ কোটি মার্কিন ডলার।
৭ দিনের যুদ্ধবিরতির সময় রাফাহ সীমান্ত দিয়ে প্রতিদিন ২০০টি ত্রাণবাসী ট্রাক ঢুকলেও এখন সেই সংখ্যা কমে এসেছে। বিষয়টি নিশ্চিত করেছে ফিলিস্তিনের রেড ক্রিসেন্ট সোসাইটি। আর ১ কোটি ৭৩ লাখ ডলার অনুদান পাওয়ার মধ্যে ৩৪ লাখ ডলারেরও বেশি মূল্যের সহায়তা গাজায় পাঠানোর কথা জানিয়েছে তুর্কিয়ের রেড ক্রিসেন্ট।