নতুন বছরে তুষারপাতে নাস্তানাবুদ ইউরোপের কয়েকটি দেশ

ফ্রান্সের সর্বোচ্চ কেবল কার
ফ্রান্সের সর্বোচ্চ কেবল কার | ছবি: সংগৃহীত
0

নতুন বছরের শুরুতেই শৈতপ্রবাহ ও তুষারপাতের কারণে ইউরোপের বেশ কয়েকটি প্রান্তে বিপর্যস্ত বিমান ও রেল পরিষেবা। জানুয়ারির প্রথম সপ্তাহে বাতিল ও বিলম্বিত হয়েছে কয়েক হাজার ফ্লাইট। অভ্যন্তরীণ ফ্লাইট বাতিলে ক্ষতিপূরণ মিললেও চরম ভোগান্তিতে আন্তর্জাতিক ফ্লাইটের যাত্রীরা। তীব্র শীতের কারণে এখনও স্কুল-কলেজ বন্ধ রেখেছে ব্রিটেন। যুক্তরাজ্যের স্কটল্যান্ড, ওয়েলস, নর্দান আয়ারল্যান্ড ছাড়াও ফ্রান্স, নেদারল্যান্ডস ও সার্বিয়ায় চলছে হাড়কাঁপানো শীতের তাণ্ডব।

ফ্রান্স

শুভ্র ক্যানভাসে মাথা উঁচিয়ে দাঁড়িয়ে আছে প্যারিসের বিখ্যাত আইফেল টাওয়ার। যতদূর চোখ যায় শুধু বরফ আর বরফ। যা দেখতে দূর দূরান্ত থেকে ভিড় করছেন পর্যটক ও স্থানীয়রা। বৈরি এই আবহাওয়ার মধ্যেও উৎসবে মেতেছেন কেউ কেউ। তবে নয়নাভিরাম এই দৃশ্যের বিপরীতে আছে জনজীবনের চরম ভোগান্তির গল্প।

ফ্রান্সের প্রধান শহরগুলোর মহাসড়কে বরফ জমে থাকায় ব্যাহত হচ্ছে যান চলাচল। একই অবস্থা রেলপথেও। আর তীব্র তুষারপাতের কারণে গেল সোমবার ফ্লাইটের সংখ্যা ১৫ শতাংশ কমিয়ে এনেছে ফরাসি বিমান কর্তৃপক্ষ।

যুক্তরাজ্য

গেল রোববার চলতি শীত মৌসুমের সবচেয়ে শীতলতম রাত পার করেছে ব্রিটেনবাসী। সোমবারও তাপমাত্রা ছিল মাইনাস ১০ ডিগ্রির নিচে। শীতের ছুটি ফুরালেও এখনও স্কুল কলেজ বন্ধ রেখেছে স্কটল্যান্ড, ওয়েলস, নর্দান আয়ারল্যান্ড কর্তৃপক্ষ। অধিকাংশ রানওয়ে থেকে বেলা বাড়ার আগে সরানো যাচ্ছে বরফের স্তূপ। তুষারঝড়ে দৃষ্টিসীমা কমে আসায়, সোমবার ফ্লাইট চলাচল স্থগিত করে লিভারপুরের জন লেনন বিমানবন্দর কর্তৃপক্ষ।

আরও পড়ুন:

নেদারল্যান্ডস

তুষারপাতের কারণে স্থানীয় সময় সোমবার সকালে পাঁচ শতাধিক ফ্লাইট বাতিল করতে বাধ্য হয় ইউরোপের ব্যস্ততম আমস্টারডাম স্কিপোল এয়ারপোর্ট কর্তৃপক্ষ। নেদারল্যান্ডসের গুরুত্বপূর্ণ রুটে বন্ধ ছিল রেল চলাচল। ঘন কুয়াশা আর বরফ জমে থাকায় গণপরিবহন চলাচলও মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। পুরো সপ্তাহজুড়েই তুষারপাত অব্যাহত থাকার শঙ্কা জানিয়েছে নেদারল্যান্ডসের আবহাওয়া দপ্তর।

সার্বিয়া

টানা তুষারপাতের ফলে সড়কগুলো পিচ্ছিল ও বরফাচ্ছন্ন হয়ে পড়ায় তীব্র ভোগান্তিতে রাজধানী বেলগ্রডের সাধারণ মানুষ। বেলগ্রেড ছাড়াও সার্বিয়ার উঁচু এলাকায় পুরোপুরি বন্ধ আছে যানচলাচল। নিকোলা টেসলা বিমানবন্দরে বাতিল ও বিলম্বিত হয়েছে বহু ফ্লাইট। জরুরি প্রয়োজন ছাড়া সব ধরনের ভ্রমণ এড়িয়ে চলার নির্দেশ সার্বিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের।

এসএস