আটলান্টিক মহাসাগরের গেটওয়ে হিসেবে পরিচিত কোপ পোর্ট থেকে ১৯১২ সালের এপ্রিল মাসে বিশ্বের সবচেয়ে বিলাসবহুল জাহাজ টাইটানিক তার প্রথম ও শেষবারের মতো যাত্রা শুরু করে। আর এই জাহাজের ইতিহাসের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে আয়ারল্যান্ডের কোপ পোর্ট। টাইটানিক শেষ বারের মতো থেমেছিল এই বন্দরেই। আজও এই ঐতিহাসিক বন্দরটি স্মৃতি ধরে রেখেছে টাইটানিকের।
টাইটানিক ডুবে যাওয়ার ১১৩ বছর পূর্তিতে বন্দরটিতে অনুষ্ঠিত হয়েছে বিশেষ স্মৃতিচারণ। ঐতিহাসিক ঘটনার কালের সাক্ষী এখন এই কোপ বন্দর।
স্মৃতিচারণ অনুষ্ঠানে আসা ব্যক্তিদের মধ্যে একজন বলেন, 'এই সেই বন্দর যেখান থেকে টাইটানিক শেষবারের মতো যাত্রা করেছিল। তাই এই বন্দরটি ঐতিহাসিক।'
ঐতিহাসিক কোপ পোর্টে আরও বিনিয়োগ হলে নতুন কর্মসংস্থান তৈরি হবে বলে ধারণা প্রবাসী বাংলাদেশিদের। পর্যটকদের পাশাপাশি বাড়বে অর্থনৈতিক সুবিধা।
বাংলাদেশি আয়ারল্যান্ড প্রবাসী এনজামুল হক জুয়েল বলেন, 'কোপ পর্যটন এরিয়া হিসেবে বাংলাদেশিরা এখানে বিভিন্ন প্রতিষ্ঠান গড়ে তুলেছে। ফলে এখানে বাংলাদেশিদের বিভিন্ন কর্মসংস্থান হচ্ছে। পাশাপাশি উভয় দেশেরই অর্থনৈতিক উন্নয়নের জন্য ভূমিকা রাখেছে।'
টাইটানিকের মর্মান্তিক ইতিহাস আজও মানুষকে নাড়া দেয়, আর কোপ পোর্ট সেই ইতিহাসের একটি অমূল্য অংশ। পর্যটক ও ইতিহাসপ্রেমীদের জন্য এই বন্দর একটি আবেগময় গন্তব্য।