৩০ দিনের অস্ত্রবিরতির প্রস্তাবে সম্মত ইউক্রেন

0

রাশিয়ার সাথে চলমান যুদ্ধে ৩০ দিনের অস্ত্রবিরতির প্রস্তাবে সম্মত হয়েছে ইউক্রেন। পাশাপাশি ইউক্রেনে গোয়েন্দা তথ্য ও সামরিক সহায়তা বন্ধে যুক্তরাষ্ট্র যে নিষেধাজ্ঞা দিয়েছিলো- তাও তুলে নিতে যাচ্ছে ওয়াশিংটন।

বৈঠকের পর যৌথ বিবৃতির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন দুই দেশের রাষ্ট্রপ্রধান। এরআগে, চলমান যুদ্ধ বন্ধ ও খনিজ চুক্তি নিয়ে সমঝোতায় পৌঁছাতে সৌদি আরবে আলোচনায় বসেন ইউক্রেন ও যুক্তরাষ্ট্রের শীর্ষ কর্মকর্তারা।

মার্কিন গণমাধ্যম বলছে, গেল ২৮ ফেব্রুয়ারি ওভাল অফিসে ট্রাম্প-জেলেনস্কির চূড়ান্ত বাকবিতণ্ডার পর এবারই প্রথম দুই দেশের প্রতিনিধিরা বৈঠকের জন্য মিলিত হলেন।

আল জাজিরার তথ্য বলছে, বৈঠকে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিত্ব করেন জাতীয় নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা মাইক ওয়াল্টজ ও পররাষ্ট্র মন্ত্রী মার্কো রুবিও।

এএইচ