রমজান উপলক্ষে বর্ণিল আলোকসজ্জায় সেজেছে লন্ডন

রমজান উপলক্ষে বর্ণিল আলোকসজ্জায় সেজেছে লন্ডন | এখন টিভি
0

হ‍্যাপি রামাদান, ইংরেজিতে রমজানকে স্বাগত জানিয়ে লন্ডনে বিশেষ আলোকসজ্জা। খ্রিস্টান সংখ্যাগরিষ্ঠ ইউরোপে বড়দিন উপলক্ষে বর্নিল সাজে সজ্জিত হতে দেখা যায়। কিন্তু লন্ডনে রমজান উপলক্ষে বর্ণিল আলোকসজ্জার ধারাবাহিক আয়োজন মুগ্ধ করেছে সবাইকে। শহর হিসেবে লন্ডনের সহনশীলতা আর সহমর্মিতার প্রকাশ এমন উদ্যোগ।

রমজান এলেই পুরো মাস জুড়েই বাড়তি আমেজ লক্ষ্য করা যায় লন্ডনে। যেটি ইউরোপের অন‍্য শহরগুলোতে খুব একটা দেখা যায় না। লন্ডনের ভিন্ন ধর্ম ও সংস্কৃতির বৈচিত্র্য শহর হিসেবে লন্ডনকে অনন‍্য করে তুলেছে। সাধারণত বড়দিন উদযাপনে বর্নিল সাজে সজ্জিত হয়ে থাকে লন্ডন। তবে রমজান উপলক্ষেও চালু হয়েছে সেই রীতি।

রমজান উপলক্ষে বর্ণিল সাজে সেজেছে লন্ডন। রমজানকে স্বাগত জানিয়ে সুসজ্জিত করা হয়েছে সেন্ট্রাল লন্ডনের কভেন্ট্রি স্ট্রিট। প্রায় ত্রিশ হাজার বাতির প্রজ্জ্বলিত আলোয় আলোকিত করা হয়েছে লন্ডনের ব্যাস্ততম পিকাডিলি সার্কাস এলাকা। যেখানে ব্যবহৃত হয়েছে ইসলামিক জ্যামিতিক নকশা ও প্রতীক।

সাধারণত রমজান মাসে মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলোতে এ ধরনের বর্ণিল সাজসজ্জা যায়। ধারাবাহিকভাবে দেখা মিলছে লন্ডনেও। ২০২৩ সালে প্রথমবারের মতো পিকাডিলি সার্কাসে রমজান উপলক্ষে চালু হয়েছে রমজানের বিশেষ এই আলোকসজ্জা। যা দেখে উচ্ছসিত লন্ডনের মুসলিমরা আর এর মাধ্যমে রমজানের বার্তা পৌঁছে যাচ্ছে সবার মাঝে স্থানীয়দের মাঝে। কভেন্ট্রি স্ট্রিট পর্যটনমূখর হওয়ায় ভিনদেশী পর্যটকদের কাছেও ছড়িয়ে যাচ্ছে রমজানের বার্তা।

রমজানের প্রথম দিন লন্ডন মেয়র সাদিক খান এই আলোকসজ্জার উদ্বোধন করেন। লন্ডনের রমজানের বিশেষ এই আলোকসজ্জার অন্যতম প্রধান পৃষ্ঠপোষক যুক্তরাজ্যের দাতব‍্য প্রতিষ্ঠান আজিজ ফাউন্ডেশন।

রমজানের প্রথম থেকে আলোকসজ্জা থাকবে ঈদের পরের সপ্তাহ পর্যন্ত। রমজানের পর ঈদের শুভেচ্ছা জানিয়ে সাজানো হবে নতুন করে। এই বিশেষ আলোকসজ্জা প্রজ্বলিত থাকবে প্রতিদিন বিকাল ৫টা থেকে ভোর ৫ টা পর্যন্ত।

ইউরোপের অসুমলিম দেশের কোনো শহরের জন্য লন্ডনের পিকাডিলির এই আলোকসজ্জা নিঃসন্দেহে এক ব্যতিক্রমী উদ্যোগ। এর মধ্য দিয়ে যুক্তরাজ্যের ধর্মীয় উদারতা এবং ঐক্যের প্রতীক হয়ে রমজানের বার্তা ছড়িয়ে যাবে বিশ্বময় এমনটাই প্রত‍্যাশা লন্ডনে বসবাসরত মুসলিমদের।

এসএস