ইতালির কঠোর অভিবাসন নীতিতে আতঙ্কে অবৈধ বাংলাদেশিরা

.
ইউরোপ
বিদেশে এখন
0

কঠোর হচ্ছে ইতালির অভিবাসন নীতি। সম্প্রতি ভূমধ্যসাগর থেকে উদ্ধার হওয়া অভিবাসন প্রত্যাশীদের আলবেনিয়ার আশ্রয়কেন্দ্রে পাঠানো হলেও, আবারও ফেরত পাঠানো হয়েছে ইতালিতে। এ অবস্থায় আতঙ্কে দিন পার করছেন দেশটিতে বসবাসরত অবৈধ বাংলাদেশিরা। এদিকে, ইতালি সরকারের নতুন পরিকল্পনায় উদ্বিগ্ন না হয়ে আইনি পদক্ষেপ নেয়ার পরামর্শ আইন বিশেষজ্ঞের।

প্রবাসী বাংলাদেশিদের কাছে ইতালি মানবিক দেশ হলেও দিন দিন কঠোর হচ্ছে এর অভিবাসন নীতি। সম্প্রতি ভূমধ্যসাগর থেকে উদ্ধার হওয়া অভিবাসন প্রত্যাশীদের পাঠানো হয়েছিলো আলবেনিয়ার আশ্রয়কেন্দ্রে। তবে দেশটির আদালতের নির্দেশে ৪৩ অভিবাসীকে আবারও ফেরত পাঠিয়েছে আলবেনিয়া সরকার। যাদের মধ্যে প্রবাসী বাংলাদেশিও রয়েছেন।

তবে চুক্তি অনুযায়ী যেকোনো সময় পুনরায় এ পথে হাঁটতে পারেন ইতালি। তাই অভিবাসন নিয়ে ইতালির সরকারের এমন কঠোর পদক্ষেপে আতঙ্ক বাড়ছে দেশটিতে থাকা ২ লক্ষাধিক নিয়মিত এবং অনিয়মিত বাংলাদেশি প্রবাসীর মধ্যে।

ইতালি সরকারের নতুন পরিকল্পনায় উদ্বিগ্ন না হয়ে আইনি পদক্ষেপ নেয়ার পরামর্শ আইন বিশেষজ্ঞের।

বাংলাদেশ ইমিগ্র্যান্টস অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট ড. মুক্তার হোসেন বলেন, ‘উদ্ভূত পরিস্থিতিতে ইতালি বসবাসরত অনিয়মিত বাংলাদেশি অভিবাসীদের উদ্বেগজনক। এতে কোনো সন্দেহ নেই। যেহেতু ইউরোপীয় ইউনিয়নের এই দেশটিতে আইনের চর্চা ও মানবাধিকারের নিশ্চয়তা রয়েছে অনেকদিন থেকে। আমার পরামর্শ থাকবে আতঙ্কিত না হয়ে যারা অনিয়মিত বাংলাদেশি আছেন তারা যেন আইনের সহায়তা নেয়ার চেষ্টা করে।’

সংশ্লিষ্টরা মনে করছেন, ইতালির এ পরিস্থিতি মোকাবিলায় মানবপাচার রোধে অভিবাসন প্রত্যাশীদের সচেতন করার পাশাপাশি প্রয়োজন সঠিক পরামর্শ ও আইনি সহায়তা‌।

এএম