ইউরোপ
বিদেশে এখন
0

ডেনমার্কে পরিবেশবান্ধব কাজ করলেই মিলবে বিনামূল্যে খাবার-পরিবহন সুবিধা

ডেনমার্কের জাতীয় পর্যটন বোর্ডের উদ্যোগে চালু করা হয়েছে বিশেষ প্রকল্প কোপেন পে। এর মাধ্যমে রাজধানীতে পরিবেশবান্ধব কাজ করলে মিলবে পুরস্কার। পর্যটকের জন্য চালু করা পাইলট প্রকল্পে পাওয়া যাবে বিনামূল্যে খাবার কিংবা পরিবহনের সুবিধা।

পর্যটক ইস্যুতে কয়েকমাস ধরেই আলোচনায় ইউরোপ। স্পেনের শহর মাদ্রিদের বাসিন্দারা পর্যটকদের ওপর বিরক্ত হয়ে ছুঁড়েছেন পানি। পর্যটক কমাতে ইতালির শহর ভেনিসে প্রবেশের ক্ষেত্রে আরোপ করা হয়েছে ৫ ইউরোর টিকেট। তবে একই ইস্যুতে ভিন্নধর্মী উদ্যোগ নিয়ে আলোচনায় ডেনমার্কের রাজধানী কোপেনহেগেন।

বিদেশে ঘুরতে গেলে পর্যটকদের সবচেয়ে বড় চিন্তা থাকে অর্থ নিয়ে। তবে কোপেনহেগেন ভ্রমণে দুশ্চিন্তার কোনো কারণ নেই। কারণ শহরটিতে পরিবেশবান্ধব কাজে পর্যটকরা পাবেন বিনামূল্যে খাবার কিংবা বিনামূল্যে পরিবহনের ব্যবস্থা।

সোমবার (১৫ জুলাই) থেকে ডেনমার্কের রাজধানীতে শুরু হয়েছে বিশেষ কর্মসূচি কোপেন পে। এর আওতায় কোনো পর্যটককে অংশ নিতে হবে পরিবেশবান্ধব কাজে। যেমন যত্রতত্র পড়ে থাকা প্লাস্টিকের আবর্জনা ফেলতে হবে নির্দিষ্ট স্থানে। যোগাযোগের জন্য ব্যবহার করতে হবে গণপরিবহন ও সাইকেল। কিংবা ভরসা রাখতে হবে নিজের পায়ের ওপর। এতেই মিলবে পুরস্কার।

দেশটির পর্যটন বোর্ডের কর্মসূচির আওতায় নির্ধারিত রেস্টুরেন্টে পাওয়া যাবে দুপুরের খাবার ও বিনামূল্যে কফি। রুফ টপ বারে মিলবে সৌজন্যমূলক পানীয়। অতিরিক্ত সময় ঘোরা যাবে শহরের কৃত্রিম স্কি স্লোপ কমপ্লেক্সে। মূলত পর্যটকদের মাধ্যমে তৈরি হওয়া পরিবেশগত সমস্যা দূর করতে নেয়া হয়েছে এ কর্মসূচি। এখন পর্যন্ত পর্যটকদের নানা সুবিধা দিতে রাজি হয়েছে রেস্টুরেন্ট ও জাদুঘরসহ ২৪টি প্রতিষ্ঠান। পাইলট প্রকল্পটি চলবে ১১ আগস্ট পর্যন্ত।

ওয়ান্ডারফুল কোপেনহেগেনের যোগাযোগ বিষয়ক পরিচালক রিক্কে হোম পিটারসেন বলেন, 'চার সপ্তাহের পাইলট প্রকল্প কোপেন প্লে। ২৪টি প্রতিষ্ঠান আমাদের সঙ্গে যুক্ত হয়েছে। পর্যটকদের পরিবেশবান্ধব কাজ করতে হবে। এর মাধ্যমে তারা পুরস্কার পাবেন।'

পর্যটকের কারণে সৃষ্ট সমস্যাকে সবুজ পরিবেশ তৈরির সম্ভাবনায় ডেনমার্ক পরিণত করছে বলে জানান যুক্তরাষ্ট্র কানেক্টিকাট বিশ্ববিদ্যালয়ের গবেষণা শিক্ষার্থী কোল।

তিনি বলেন, 'সত্যি বলতে এটি চমৎকার উদ্যোগ। সবুজ পরিবেশ তৈরিতে কাউকে যতি উদ্বুদ্ধ করতে পারেন, তাহলে এটি ভালো। কোপেনহেগেন এমনিতেই পরিষ্কার শহর। কিছু প্লাস্টিক রাস্তায় পড়ে ছিলো। যা পুনর্ব্যবহার করা যাবে। তাই আমার মনে হয় শহরটি সঠিক পথেই আছে।'

সরকারের তথ্য বলছে, ২০২৩ সালে ডেনমার্কে রাত যাপন করেছেন ১ কোটি ২০ লাখ পর্যটক।

এভিএস