ইউরোপ
বিদেশে এখন
0

রাশিয়ার সর্বোচ্চ সম্মাননা পেলেন মোদি

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কাছে থেকে দেশটির সর্বোচ্চ বেসামরিক সম্মাননা পেলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে অসাধারণ অবদানের জন্য মঙ্গলবার (৯ জুলাই) মোদিকে এই সম্মাননা দেয়া হয়। এরপর প্রেসিডেন্ট পুতিনের নেতৃত্বে ভারত-রাশিয়া সম্পর্ক সব দিক থেকে শক্তিশালী হয়েছে ও নতুন উচ্চতায় পৌঁছেছে বলে মন্তব্য করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

এছাড়া বিশ্ব উন্নয়নেও ভারত নতুন অধ্যায় রচনা করবে বলে দাবি করেন তিনি। এদিকে যুদ্ধের মধ্যে নরেন্দ্র মোদির রাশিয়া সফর মানতে পারছেন না ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া পোস্টে তিনি বলেন, মোদির এ সফর সত্যিই হতাশাজনক, যা ইউক্রেনের শান্তি প্রক্রিয়ার জন্য বড় আঘাত।

এসএস