ইউরোপ
বিদেশে এখন
0

যুক্তরাজ্যের পার্লামেন্ট নির্বাচনের ভোটগ্রহণ আজ

যুক্তরাজ্যে পার্লামেন্ট নির্বাচনে ভোটগ্রহণ হচ্ছে আজ। প্রায় দেড় মাসের নির্বাচনী প্রচারণা শেষে স্থানীয় সময় আজ সকাল ৭টা থেকে রাত ১০টা পর্যন্ত একটানা চলবে ভোট।

ভঙ্গুর অর্থনীতি, জীবনযাপন ব্যয়, অভিবাসন ও গাজায় ইসরাইলি আগ্রাসন ইস্যু প্রধান হয়ে উঠেছে দেশটির সাধারণ নির্বাচনে। স্বতন্ত্র ও ৯৫টি রাজনৈতিক দল মিলে এবার রেকর্ডসংখ্যক ৪ হাজার ৫১৫ প্রার্থী। ইংল্যান্ড, স্কটল্যান্ড, ওয়েলস ও নর্দান আয়ারল্যান্ডে ভোট দেবেন সাড়ে চার কোটির বেশি ভোটার।

সংখ্যাগরিষ্ঠতা অর্জনে ৬৫০টি সংসদীয় আসনের মধ্যে যেকোনো দল বা জোটের প্রয়োজন ৩২৬টি আসন। বিভিন্ন জরিপে এখন পর্যন্ত এগিয়ে আছে বিরোধী দল লেবার পার্টি। এদিকে দীর্ঘ ১৪ বছর পর ক্ষমতা হারানোর পথে ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টি।