এতে দুই বিদ্যুৎ কর্মকর্তা গুরুতর আহত হয়েছেন। দেশটির ঝাপোরিঝিয়ায় অঞ্চলের একটি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন তারা।
গেল ৩ মাসে ইউক্রেনে বেশ কয়েকটি পাওয়ার স্টেশন অকেজো করে দিয়েছে বলে দাবি মস্কোর। এ পরিস্থিতিতে ইউরোপীয় ইউনিয়ন থেকে বিদ্যুৎ আমদানি করছে কিয়েভ। যদিও চাহিদার তুলনায় তা পর্যাপ্ত নয় বলে জানিয়েছে তারা। ফলে হাসপাতালসহ গুরুত্বপূর্ণ ভবনগুলো দিনের বেশিরভাগ সময় বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকে। রুশ হামলা ঠেকাতে যুক্তরাষ্ট্র ও এর মিত্রদের কাছে আকাশ প্রতিরক্ষা ও প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্রের অনুরোধ জানিয়ে আসছে ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনেস্কি। তবে জেলেনস্কির এ ডাকে তেমন সাড়া দিচ্ছে না ওয়াশিংটন।