কোথাও কোথাও দৃশ্যমান হতে শুরু করেছে ধ্বংসাবশেষের চিহ্ন। বন্যার পানির স্রোতে অনেক জায়গায় রাস্তাঘাট ভেঙে গেছে। এতে বহু এলাকার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। যার কারণে রোববার (৯ জুন) ইউরোপীয় ইউনিয়নের নির্বাচনের শেষ দিনে ভোট দিতে যেতে পারেননি বেশ কয়েকটি ভোটকেন্দ্রের ভোটাররা। সোমবার (১০ জুন) এবং মঙ্গলবার (১১ জুন) আরও বৃষ্টির পূর্বাভাস দিয়েছে দেশটির আবহাওয়া বিভাগ।
ভূমিধসের আশঙ্কা থাকায় দুর্গম এলাকার মানুষকে সতর্ক থাকার পরামর্শ দেয়া হয়েছে।