ইউরোপ
বিদেশে এখন
0

অস্ট্রিয়ায় বন্যার কবলে বৃহত্তম রাজ্য স্টাইরিয়া

ভারী বৃষ্টিতে সৃষ্ট বন্যায় মারাত্মক ক্ষতির কবলে পড়েছে অস্ট্রিয়ার বেশ কিছু এলাকা। বিশেষ করে দেশটির দ্বিতীয় বৃহত্তম রাজ্য স্টাইরিয়া অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। শনিবার (৮ জুন) এ ভয়াবহ বন্যার সম্মুখীন হয় অস্ট্রিয়া।

কোথাও কোথাও দৃশ্যমান হতে শুরু করেছে ধ্বংসাবশেষের চিহ্ন। বন্যার পানির স্রোতে অনেক জায়গায় রাস্তাঘাট ভেঙে গেছে। এতে বহু এলাকার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। যার কারণে রোববার (৯ জুন) ইউরোপীয় ইউনিয়নের নির্বাচনের শেষ দিনে ভোট দিতে যেতে পারেননি বেশ কয়েকটি ভোটকেন্দ্রের ভোটাররা। সোমবার (১০ জুন) এবং মঙ্গলবার (১১ জুন) আরও বৃষ্টির পূর্বাভাস দিয়েছে দেশটির আবহাওয়া বিভাগ।

ভূমিধসের আশঙ্কা থাকায় দুর্গম এলাকার মানুষকে সতর্ক থাকার পরামর্শ দেয়া হয়েছে।

এসএস