ইউরোপ
বিদেশে এখন
0

'ইউক্রেন যুদ্ধে পারমাণবিক অস্ত্র ব্যবহার করা উচিত নয়'

ইউক্রেন যুদ্ধে পরমাণু অস্ত্র ব্যবহারের বিরুদ্ধে রাশিয়াকে সতর্ক করেছে জার্মানি। এমনকি ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার আগ্রাসনকে ভুল হিসেবেও আখ্যায়িত করেছে পশ্চিম ইউরোপের এই দেশটি।

আজ (মঙ্গলবার, ৭ মে) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু। প্রতিবেদনে বলা হয়েছে, কৌশলগত পারমাণবিক অস্ত্র ব্যবহারে রাশিয়ার মহড়ার ঘোষণার পর ইউক্রেন যুদ্ধে পারমাণবিক অস্ত্র মোতায়েনের বিরুদ্ধে গতকাল (সোমবার, ৬ মে) মস্কোকে সতর্ক করেছেন জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎস।

লিথুয়ানিয়া, লাটভিয়া এবং এস্তোনিয়া এই তিনটি বাল্টিক দেশের প্রধানমন্ত্রীদের উপস্থিতিতে লাটভিয়ার রাজধানী রিগায় একটি প্রেস ব্রিফিংয়ে শুলজ বলেন, 'এটা সর্বদা উচ্চঃস্বরে বলা গুরুত্বপূর্ণ যে, এই যুদ্ধে পারমাণবিক অস্ত্র ব্যবহার করা উচিত নয়।'

এসএস