ইউরোপ
বিদেশে এখন
0

রাশিয়ায় আইএস'র হামলা, নিহত ১১৫

রাশিয়ার রাজধানী মস্কোর একটি কনসার্ট হলে বন্দুকধারীদের হামলায় নিহত কমপক্ষে ১১৫ জন, আহত দেড় শতাধিক। দেশটির ইতিহাসে ২০ বছরের মধ্যে নৃশংস এই হামলার দায় স্বীকার করেছে জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট। এদিকে, যুক্তরাষ্ট্র দাবি করেছে, হামলার বিষয়ে তারা রাশিয়াকে আগেই সতর্ক করেছিল।

শুক্রবার (২২ মার্চ) রাত ৮টায় মস্কোর ক্রোকাস সিটি হলে জনপ্রিয় রুশ ব্যান্ড পিকনিকের গান শোনার অপেক্ষায় ছিল দর্শকরা। তবে হঠাৎই সুরের বদলে বন্দুকের আওয়াজ।

হাতে অটোমেটিক রাইফেল নিয়ে এলোপাথাড়ি গুলি ছুঁড়তে থাকে ৫ বন্দুকধারী। পাশাপাশি বিস্ফোরণও ঘটানো হয়। এতে আগুন ধরে যায় হলটিতে। ধসে পড়ে ভবনটির ছাদ। জীবন বাঁচাতে হুড়োহুড়ি করে পালানোর সময় ঘটে পদদলিত হবার ঘটনা। ক্রোকাস হলের দর্শক ধারণ ক্ষমতা ৬ হাজারের বেশি। আহত অনেকের অবস্থা সঙ্কটাপন্ন হওয়ায় প্রাণহানি বাড়তে পারে বলে শঙ্কা চিকিৎসকদের।

রাশিয়ায় স্মরণকালের নৃশংস এই হামলার দায় স্বীকার করেছে ইসলামিক স্টেট। টেলিগ্রাম বার্তায় সন্ত্রাসী গোষ্ঠীটি জানায়, শতাধিক মানুষকে হত্যার পর নিরাপদে বেরিয়ে এসেছে হামলাকারীরা।

চলতি মাসে মস্কোর একটি সিনাগগে হামলা চালানোর আগে ৬ আইএস সদস্যকে হত্যা করে রুশ গোয়েন্দা বাহিনী এফএসবি। এরপরই দেশটিতে বসবাসকারী মার্কিন নাগরিকসহ রুশ প্রশাসনকে সতর্কবার্তা দেয় যুক্তরাষ্ট্র। জানানো হয়, মস্কোতে হামলার পরিকল্পনা করছে উগ্রপন্থীরা, যাদের লক্ষ্য কনসার্টের মতো বড় গণ জমায়েত। তবে তাতে কর্ণপাত করেনি পুতিন প্রশাসন।

হোয়াইট হাউজের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন কিরবি বলেন, 'আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় ও দূতাবাস মার্কিন নাগরিকদের শপিং মল, কনসার্টের মতো বড় জমায়েত এড়ানোর জন্য নোটিশ দিয়েছিলো। তারা যেখানে আছেন, সেখানেই থাকা উচিত। নতুন কোনো তথ্যের জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগাযোগ করুন।'

হামলার পর বিমানবন্দর, পরিবহন হাবসহ রাজধানীর চারপাশে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা।

এসএস