ইউরোপ
বিদেশে এখন
0

বৃহৎ সামরিক মহড়া করতে যাচ্ছে ন্যাটো

মহড়ায় ৫০ বিমানবাহী রণতরীসহ থাকছে ১১শ' যুদ্ধযান

ইউক্রেনে অভিযানের জেরে রাশিয়ার সঙ্গে ন্যাটের সদস্যভুক্ত পশ্চিমা দেশগুলোর বৈরিতা চরম পর্যায়ে। এ অবস্থায় সীমান্তবর্তী ইউরোপের দেশগুলোতে মস্কো হামলা চালাতে পারে বলে ধারণা করা হচ্ছে। অবশ্য কয়েক দশক আগে থেকেই এমন শঙ্কা থেকে রুশ আক্রমণ মোকাবিলার পরিকল্পনা করে আসছে ন্যাটো।

এ অবস্থায় আঞ্চলিক পরিকল্পনা বাস্তবায়নে ৯০ হাজার সেনা নিয়ে সবচেয়ে বড় সামরিক মহড়া শুরু করতে যাচ্ছে ন্যাটো।

সদস্য দেশগুলোতে রাশিয়া আক্রমণ করলে ন্যাটো কিভাবে তার জবাব দেবে সে বিষয়ে গুরুত্ব দেয়া হবে এবারের মহড়ায়। যেখানে সুইডেনের সেনারাও থাকবে। কারণ দ্রুত ন্যাটো জোটে দেশটির যোগ দেয়ার কথা রয়েছে।

আগামী সপ্তাহে শুরু হয়ে মহড়া চলবে মে মাস পর্যন্ত। নজিরবিহীন এ মহড়ায় থাকছে ৫০টির বেশি বিমানবাহী রণতরী, ৮০টির বেশি জঙ্গি বিমান এবং হেলিকপ্টার ও ড্রোনসহ অন্তত ১১'শ যুদ্ধযান।

ন্যাটোর শীর্ষ কমান্ডার জেনারেল ক্রিস ক্যাভোলি জানান, 'আক্রান্ত হলে এক দেশ আরেক দেশকে কিভাবে সহয়তা করবে তারই অনুশীলন হবে মহড়ায়।'

ন্যাটোর সবচেয়ে বড় সামরিক মহড়া অনুষ্ঠিত হয় ১৯৮৮ সালে স্নায়ুযুদ্ধের সময়। তখন ১ লাখ ২৫ হাজার সেনা অংশ নেয়।