সন্ত্রাসী হামলায় প্যারিস অলিম্পিক নিয়ে শঙ্কা

Shahinur Sarkar
ইউরোপ
বিদেশে এখন
0

সম্প্রতি প্যারিসে আইফেল টাওয়ারের নিচে এক জার্মান নাগরিক হত্যার পর অলিম্পিক আয়োজন নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। যদিও দেশটির ক্রীড়ামন্ত্রী বলছেন, এই ঘটনার কোন প্রভাব অলিম্পিক আয়োজনে পড়বে না।

এদিকে প্যারিসের শহরজুড়ে ২০২৪ গ্রীষ্মকালীন অলিম্পিক গেমসের কাউন্ড ডাউন। দেখেই মনে হবে লাখো পর্যটককে আমন্ত্রন জানাতে প্রস্তুত প্যারিস।

তবে ২ ডিসেম্বর প্যারিসের বিখ্যাত আইফেল টাওয়ারের নিচে সন্ত্রাসীর ছুরিকাঘাতে এক জার্মান নাগরিক নিহত ও আরও দুই পর্যটকের আহত হওয়ার ঘটনায় শঙ্কা জেগেছে পর্যটকদের নিরাপত্তা নিয়ে। কারণ এই অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানের বড় একটা অংশজুড়ে দর্শকদের মন জয় করতে প্রস্তুত সেইম নদীর পাড়ের এই শহর।

শঙ্কা জাগলেও দেশটির ক্রীড়ামন্ত্রী আশ্বস্থ করেছেন অলিম্পিক পরিকল্পনায় কোন বাধা আসবে না এই ঘটনা। বরং কোন প্যান-বিও রাখতে চায় না অলিম্পিক আয়োজক কর্তৃপক্ষ।

আসছে বছরের জুলাইয়ে শুরু হতে যাওয়া গ্রীষ্মকালীন অলিম্পিক গেমসের উদ্বোধনী অনুষ্ঠানে প্রায় ১৬০ টি নৌকার ৬ কিলোমিটার লম্বা এক শো-ডাউন হওয়ার কথা আছেন সেইম নদীতে। যেখানে ধারণা করা হচ্ছে লক্ষাধিক দর্শনার্থী উপস্থিত হবেন।

প্যারিস অলিম্পিকে প্রায় সাড়ে ১৪ হাজার ক্রীড়াবিদ ও কর্মকর্তাদের জন্য ভিলেজ বানানো হয়েছে। এই ভিলেজের আয়তন প্রায় ৭০টি ফুটবল মাঠের সমান। সব মিলিয়ে প্রায় ৯ হাজার ক্রীড়াবিদকে আতিথ্য দেবে প্যারিস অলিম্পিক ভিলেজ।

এসএসএস